ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

মার্কিন ও চীনা প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

প্রকাশিত: ০৯:৫৫, ১৬ সেপ্টেম্বর ২০১৯

 মার্কিন ও চীনা প্রতিনিধি দলের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মিয়ানমার থেকে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি দেখতে কক্সবাজার পৌঁছেছে যুক্তরাষ্ট্র ও চীনের প্রতিনিধি দল। রবিবার সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছায় যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল। অন্যদিকে বেলা সাড়ে ১১টার দিকে কক্সবাজার বিমানবন্দরে এসে পৌঁছে চীনের প্রতিনিধি দল। দলটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং। রোহিঙ্গাদের সার্বিক পরিস্থিতি দেখতে তিন দিনের সফরে প্রতিনিধি দলটি কক্সবাজারে এসেছে। বিমানবন্দর থেকে প্রতিনিধি দলটি সরাসরি চলে যায় কুতুপালং ১৮ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে। দলের সঙ্গে রয়েছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার। রোহিঙ্গা শিবিরে পৌঁছে বান্দরবানের ঘুমধুমের তুমব্রু কোনারপাড়া সীমান্তে জিরো লাইনে রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশ্যে রওনা হয় প্রতিনিধি দলটি। লি জিমিং ছাড়াও দলে রয়েছে আরও আট সদস্য। মূলত রোহিঙ্গা প্রত্যাবাসন বিষয়ে রোহিঙ্গা ও প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন লি জিমিং। বিকেলে কক্সবাজার জেলা প্রশাসন ও ইউএনএইচসিআরের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকেরও কথা রয়েছে।
×