ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বিশাখাপত্তমের উদ্দেশে কলম্বো ত্যাগ সমুদ্র অভিযানের

প্রকাশিত: ১২:০৪, ১২ সেপ্টেম্বর ২০১৯

বিশাখাপত্তমের উদ্দেশে কলম্বো ত্যাগ সমুদ্র অভিযানের

বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র অভিযান’ মঙ্গলবার দুপুরে ভারতের উদ্দেশে কলম্বো নৌ জেটি ত্যাগ করেছে। আগামী ১৪ সেপ্টেম্বর ভারতের বিশাখাপত্তমে পৌঁছবে। শ্রীলঙ্কায় ৭ থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত তিন দিনের প্রশিক্ষণ সফর শেষে জাহাজটি পরবর্তী প্রশিক্ষণের অংশ হিসেবে সেখানে ১৪ থেকে ১৬ সেপ্টেম্বর পর্যন্ত অবস্থান করবে। বুধবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। এতে বলা হয়, জাহাজটি জেটি ছাড়ার সময় শ্রীলঙ্কা নৌবাহিনীর পশ্চিমাঞ্চল এরিয়ার সুসজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে বিদায় জানায়। এ সময় শ্রীলঙ্কান নৌবাহিনীর পশ্চিমাঞ্চল এরিয়ার প্রতিনিধি ও কলম্বোতে নিয়োজিত বাংলাদেশ হাইকমিশনের প্রতিনিধি উপস্থিত ছিলেন। শ্রীলঙ্কা প্রশিক্ষণ সফর উপলক্ষে ৯ সেপ্টেম্বর বানৌজা সমুদ্র অভিযান ও শ্রীলঙ্কায় নিয়োজিত বাংলাদেশে হাইকমিশন জাহাজে শ্রীলঙ্কান নৌবাহিনীর সম্মানে এক নৈশভোজের আয়োজন করেন। নৈশভোজে প্রধান অতিথি হিসেবে শ্রীলঙ্কান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সচিব জেনারেল এসএইচএস কোট্টেগোদা (অব) উপস্থিত ছিলেন। এদিন সন্ধ্যায় শ্রীলঙ্কা নৌবাহিনীর পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সফরকালে শ্রীলঙ্কা নৌবাহিনীর জুনিয়র অফিসাররা বানৌজা সমুদ্র অভিযান পরিদর্শন করেন। এছাড়া বানৌজা সমুদ্র অভিযান এর অধিনায়ক শ্রীলঙ্কার পশ্চিমাঞ্চল নৌ কমান্ডার রিয়ার এডমিরাল সুমিত ওভেরা সিংহের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন। -আইএসপিআর
×