ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

৭০ বছর পর...

প্রকাশিত: ১০:৩৭, ৯ সেপ্টেম্বর ২০১৯

 ৭০ বছর পর...

ব্রিটিশ নাগরিক কিম রোয়ি তার চিলেকোঠার ঘর পরিষ্কার করতে গিয়ে খুঁজে পান অনেকগুলো চিঠি। যেগুলো ১৯৪৮ ও ১৯৪৯ সালের মাঝামাঝি সময়ে লেখা হয়েছে। চিঠিগুলোর প্রাপক ও প্রেরক কেন্টে থাকা নরমা হল এবং ব্রিটিশ সেনাবাহিনীতে কাজ করা বব বিয়াসলে। কিমের মা চেরি ভ্যালেন্স আলদেরশটে থাকার সময় এক প্রতিবেশীর বাড়িতে সেগুলো পান। চেরি বুঝতে পারেন সেগুলো প্রেমপত্র। কিম একটি চিঠির খাম ফেসবুকে পোস্ট করেন। তিনি তার বন্ধুদের উদ্দেশে লেখেন, আপনারা দেখতেই পাচ্ছেন বব সেনাবাহিনীতে কাজ করত আর নরমা কেন্ট শহরে থাকত। পোস্টমার্কে ১৯৪৮ ও ১৯৪৯ সালের কথা উল্লেখ করা রয়েছে। ফেসবুক দয়া করে আপনাদের যা করার আছে সেটা করুন। সেই সাহায্যের আহ্বান ১১ হাজার বার শেয়ার, এক হাজার পাঁচ শ’ মানুষ মন্তব্য করেছেন। এক ফেসবুক বন্ধু জানায়, তিনি খোঁজ নিয়ে জানতে পেরেছেন ওই দম্পতি ১৯৫১ সালে আক্সব্রিজে বিয়ে করেছেন। তিনি পোস্ট করা ঠিকানায় চিঠি পাঠিয়েছেন। পরে চিঠির জবাবের সঙ্গে মালিক নরমা বিয়ে সলিকে পাওয়া যায়। তার বয়স এখন ৮৮। তার পাঁচ সন্তান ও ৬ নাতি-নাতনি রয়েছে। ৭০ বছর পর চিঠিগুলো যখন নরমার কাছে পৌঁছায় তখন তিনি খুবই বিমর্ষ হয়ে পড়েন। কেননা গত বছর ডিসেম্বরেই বব মারা গেছেন। চিঠিগুলো আগের মতোই রয়েছে। -বিবিসি
×