ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্রেমিকের সামনেই বিষপান ॥ মৃত্যু হাসপাতালে

প্রকাশিত: ১২:০৪, ৬ সেপ্টেম্বর ২০১৯

প্রেমিকের সামনেই বিষপান ॥ মৃত্যু হাসপাতালে

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকের সামনেই বিষপানে আত্মহত্যা করেছেন জরিনা খাতুন (১৮) নামে রাজশাহীর মোহনপুরের এক কলেজছাত্রী। বুধবার সন্ধ্যায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে মারা যান তিনি। এর আগে বুধবার দুপুরে প্রেমিকের বাড়িতে গিয়ে বিষপান করেন ওই তরুণী। পরে তাকে দ্রুত হাসপাতলে নেন প্রেমিকের স্বজনরা। জরিনা খাতুন মোহনপুর উপজেলার হরিহরপুর গ্রামের বদর উদ্দিনের মেয়ে। পবার নওহাটা মহিলা ডিগ্রী কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী ছিলেন তিনি। অপরদিকে প্রেমিক মাহাবুর রহমান (২২) একই উপজেলার মাটিকাটা গ্রামের আবদুল মান্নানের ছেলে। তিনি রাজশাহী নিউ ডিগ্রী কলেজের দর্শন বিভাগের শিক্ষার্থী। জরিনা খাতুন সম্পর্কে তার ফুফাত বোন। নিহতের স্বজনরা জানান, পারিবারিক সম্পর্ক থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বুধবার কলেজে যাবার নাম করে জরিনা মাহাবুরের বাড়িতে গিয়ে ওঠে এবং তাকে বিয়ের জন্য চাপ দেয়। কিন্তু মাহাবুর রাজি না হওয়ায় ওই বাড়ির সবার সামনেই বিষপান করেন জরিনা। অবস্থা বেগতিক দেখে মাহবুরের স্বজনরা তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে নেন। সাভারে সুতা তৈরির কারখানায় আগুন সংবাদদাতা, সাভার, ৫ সেপ্টেম্বর ॥ আশুলিয়ায় এজিজ টেক্সটাইল মিলস নামে একটি সুতা তৈরির কারখানায় অগ্নিকা-ের ঘটনা ঘটে। প্রায় ৫ ঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এর আগে বুধবার রাত ৩টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় এ অগ্নিকা-ের ঘটনা ঘটে। জানা যায়, বুধবার রাতে সাভারের আশুলিয়ায় সাবেক মন্ত্রী ও জাতীয় পার্টি নেতা আনোয়ার হোসেন মঞ্জুর মালিকানাধীন ওই কারখানায় আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, কালিয়াকৈর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও মিরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিটসহ মোট ছয়টি ইউনিটের ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
×