ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশিত: ০৯:২১, ৪ সেপ্টেম্বর ২০১৯

নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ পৃথক সড়ক দুর্ঘটনায় ট্রাকচাপায় ফারুক হোসেন (৪৫) নামের এক পাওয়ার ট্রলির শ্রমিক ও মাইক্রোবাসের ধাক্কায় ভ্যানচালক সমসের আলী (৫০) নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ট্রাক ও মাইক্রোবাসটি আটক করেছে। জানা যায়, মঙ্গলবার সকালে রংপুর-দিনাজপুর মহাসড়কের ধারে নীলফামারী সৈয়দপুর বাস টার্মিনাল সংলগ্ন নিয়ামতপুর ইউনিক অটো রাইস মিলের সামনে পাওয়ার ট্রলিতে বালু উঠানোর কাজ করছিল শ্রমিক ফারুক। এ সময় দ্রুতগামী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ধারে ওই ট্রলিকে ধাক্কা দিলে কর্মরত ফারুক ট্রাক ও ট্রলির মাঝে চাপা পড়ে যায়। অপরদিকে সোমবার রাত ৯টার দিকে রংপুর মেডিক্যালে তার মৃত্যু ঘটে। মীরসরাইয়ে যুবক নিজস্ব সংবাদদাতা মীরসরাই চট্টগ্রাম থেকে জানান, মীরসরাই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিঠাছড়া বাজার এলাকায় চট্টগ্রামমুখী পিকআপকে পেছন থেকে ধাক্কা দেয় কাভার্ডভ্যান। দুইটি গাড়ি খাদে পড়ে গিয়ে শরীফুল ইসলাম (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। মঙ্গলবার সকাল সোয়া ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
×