ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের সভা

প্রকাশিত: ০৯:২০, ৪ সেপ্টেম্বর ২০১৯

তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের সভা

সোমবার তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের (সিবিএ) উদ্যোগে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, শাহবাগ, ঢাকায় বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের সভাপতি আলহাজ মোঃ শুক্কুর মাহমুদ, বিশেষ বক্তা ছিলেন জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক আলহাজ মোঃ সিরাজুল ইসলাম (মুক্তিযোদ্ধা), বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিক লীগের কার্যকরী সভাপতি মোঃ ফজলুল হক মন্টু (মুক্তিযোদ্ধা) জাতীয় শ্রমিক লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আলহাজ আব্দুল মোতালেব হাওলাদার। উপস্থিত ছিলেন শ্রম অধিদফতরের উপ-পরিচালক আবু হাসনাত ও সহকারী পরিচালক মাসুদা সুলতানা, শ্রম অধিদফতর, ঢাকা। এ বিশেষ সাধারণ সভায় আগামী ১ অক্টোবর তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়নের কার্যনির্বাহী পরিষদ নির্বাচন পরিচালনার জন্য তিন সদস্য বিশিষ্ট নির্বাচন উপ-পরিষদ গঠন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কর্মচারী ইউনিয়নের সভাপতি কাজিম উদ্দিন। আন্তঃজেলা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার ॥ চার বাইক উদ্ধার স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর সিন্ডিকেটের দুই সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ। তাদের কাছ থেকে চারটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত সাড়ে ১১টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ১০টা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। সিরাজদিখান থানার সন্তোষপাড়া গ্রামের গোপীনাথ ঘোষের ছেলে দুর্জয় ঘোষ (২২) ও মাদারীপুরের শিবচর থানার হোগলার মাঠ গ্রামের লতিফ শিকদারের ছেলে অনিক শিকদারকে (২১) গ্রেফতার এবং তাদের হেফাজত থেকে চারাটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এপাচি মোটরসাইকেল একটি, এফ জেড একটি ও দুটি পালসার।
×