ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

ইউএনডিপির আর্থিক অনুদান সঠিক খাতে ব্যবহার করতে হবে ॥ চসিক মেয়র

প্রকাশিত: ১০:২৬, ২ সেপ্টেম্বর ২০১৯

 ইউএনডিপির আর্থিক অনুদান সঠিক খাতে ব্যবহার করতে হবে ॥ চসিক মেয়র

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ প্রান্তিক জনগোষ্ঠীর শিক্ষা, ব্যবসা ও দক্ষতার উন্নয়নে ইউএনডিপির আর্থিক অনুদান সঠিক খাতে ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) মেয়র আ জ ম নাছির উদ্দীন। রবিবার সকালে সিটি কর্পোরেশন কনফারেন্স হলে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। সিটি কনটেক্সট এ্যান্ড আরবান প্রোভার্টি প্রোফাইল (ইউপিপি) শেয়ারিং শীর্ষ কর্মশালায় মেয়র বলেন, দারিদ্র্য বিমোচনের লক্ষ্যে এই আর্থিক অনুদান। ইউএনডিপি এক্ষেত্রে এগিয়ে এসেছে। যে কাজের জন্য এই আর্থিক অনুদান, তা সঠিকভাবে ব্যবহার করতে হবে। তাহলে এই আর্থিক অনুদান উপকারভোগীদের মধ্যে সচ্ছলতা আনবে।
×