ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভাটারায় নকল প্রসাধনী কারখানার সন্ধান, পণ্য ধ্বংস

প্রকাশিত: ০৯:৫১, ২ সেপ্টেম্বর ২০১৯

ভাটারায় নকল প্রসাধনী কারখানার সন্ধান, পণ্য ধ্বংস

স্টাফ রিপোর্টার ॥ বিশ্বমানের বিভিন্ন ব্র্যান্ডের ছড়াছড়ি একটি ঘরেই। কুমারিকা হেয়ার অয়েল, বস শেভিং ফোম, কুল আফটার সেভ, ফেয়ারনেস ক্রিম, হেয়ার রিমুভ ক্রিম, স্পেশাল কালার মেহেদি, নিম ফেসওয়াশ সবই তৈরি হচ্ছে ছোট্ট ঘরে। দেশী-বিদেশী সব ব্র্যান্ডের প্রসাধনীর মোড়কে নকল এসব পণ্য বাজারজাত করা হচ্ছে। দেখে চেনার উপায় নেই কোনটি আসল আর কোনটি নকল। রাজধানীর ভাটারায় রবিবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের অভিযানে এ নকল প্রসাধনীর কারখানার সন্ধান মেলে। এ অপরাধে ভেজাল প্রসাধনী উৎপাদনকারী প্রতিষ্ঠানকে স্থায়ীভাবে সিলগালাসহ ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তাদের উৎপাদিত সব নকল প্রসাধনী ধ্বংস করা হয়েছে। অভিযান পরিচালনা করেন অধিদফতরের সহকারী পরিচালক আব্দুল জব্বার ম-ল, মাসুম আরেফিন ও ইন্দ্রানী রায়। অভিযানে সার্বিক সহযোগিতা করে ভাটারা থানা পুলিশ। জব্বার ম-ল বলেন- নকল প্রসাধনী তৈরি হচ্ছে- এমন গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর ভাটারা থানার সাঈদ নগরের বি-ব্লকের বোর্ডগার্ডে অভিযান চালানো হয়। এ সময় গলির মধ্যে একটি বাড়িতে তিনটি ঘরে নামী দামী ব্র্যান্ডের নকল প্রসাধনী তৈরি করা হচ্ছিল। এসব পণ্যের বৈধ অনুমোদন নেই। তাদের প্রতিষ্ঠানের কোন নামও নেই। কুমারিকা হেয়ার ওয়েল, বস সেভিং ফোম, কুল আফটার সেভিং ক্রিমসহ দেশী-বিদেশী সব আকষর্ণীয় ব্র্যান্ডের ভেজাল এসব প্রসাধনী তারা তৈরি করে আসছিল। দেখে সহজে চেনায় উপায় নেই, কোনটি আসল আর কোনটি নকল। এ অপরাধে কারখানাটি স্থায়ী সিলগালা এবং ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের উৎপাদিত সব নকল প্রসাধনী সামগ্রী স্পটে ধ্বংস করা হয়েছে।
×