ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

রাজস্ব আয় বাড়াতে পদক্ষেপ নিচ্ছে এনবিআর

প্রকাশিত: ০৯:১৯, ১ সেপ্টেম্বর ২০১৯

রাজস্ব আয় বাড়াতে পদক্ষেপ নিচ্ছে এনবিআর

অর্থনৈতিক রিপোর্টার ॥ অর্থবছরের প্রথম মাসে কাক্সিক্ষত ভ্যাট আদায় না হওয়ার জন্য ব্যবসায়ী মহলের মধ্যে পুরোপুরি সচেতনতা তৈরি না হওয়াকে দুষছে এনবিআর। সংস্থাটির চেয়ারম্যানের মতে, বড় চ্যালেঞ্জ মোকাবেলায় ধাপে ধাপে নেয়া হচ্ছে পদক্ষেপ। এতে ব্যবসায়ীরা যেমন স্বস্তিতে ঘরে বসে অনলাইনে ভ্যাট প্রদান করতে পারবেন তেমনি বাড়বে রাজস্ব আদায়ের গতি। সেই সঙ্গে কমবে ফাঁকি দেয়ার প্রবণতাও। বাজেট পাসের পর থেকে বড় লক্ষ্যমাত্রা পূরণে বেশ চ্যালেঞ্জের মুখে জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর। এ জন্য আয়কর ও ভ্যাটের আওতা বাড়ানোর পাশাপাশি সংস্থাটির কর্মকর্তাদের দক্ষতা উন্নয়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়ানোর দিকে জোর দিচ্ছে সংস্থাটি। অবশ্য এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভুঁইয়া জানালেন, তাদের প্রস্তুতির কথা। তিনি জানান, বড় বাজেটে বড় চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তারা। আদায় পরিস্থিতির সঙ্গে অর্থনীতিতে যাতে প্রভাব না পড়ে সে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। ভ্যাটের আদায় পরিস্থিতি সামাল দিতে ইএফডিআই যন্ত্র কেনার কাজ চলছে। এ যন্ত্রগুলো সংস্থাপনের পর ভ্যাট আদায় পরিস্থিতির উন্নতি হবে। এদিকে, ভ্যাটের পাশাপাশি আয়কর পরিস্থিতি উন্নয়নে এনবিআরের পদক্ষেপের কথা তুলে ধরে রাজস্ব বোর্ডের চেয়ারম্যান জানান, নতুন করে ৪ লাখ করদাতা শনাক্ত করা হয়েছে। সেই সঙ্গে বাড়ানো হচ্ছে কর নেটের আওতাও। ফলে আয়কর আদায় পরিস্থিতর উন্নতি হবে। বাড়বে রিটার্নের পরিমাণও। তবে সার্বিকভাবে রাজস্ব আয় বাড়বে এবং একটি উল্লেখযোগ্য সংখ্যক করদাতা আগামী দিনে করজালে আসবে বলে আশা করেন তিনি।
×