ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আদর্শ ধারণ করে বঙ্গবন্ধুর অনুসারী হতে হবে ॥ মোজাম্মেল

প্রকাশিত: ১০:৪৭, ৩০ আগস্ট ২০১৯

আদর্শ ধারণ করে বঙ্গবন্ধুর অনুসারী হতে হবে ॥ মোজাম্মেল

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ মুক্তিযুদ্ধ বিষয়কমন্ত্রী এ্যাডভোকেট আকম মোজাম্মেল হক এমপি বলেছেন, শুধু স্লোগান দিয়ে বঙ্গবন্ধুর অনুসারী হলে চলবে না। বঙ্গবন্ধুর আদর্শ ও কর্ম ধারণ করেই তার প্রকৃত অনুসারী হতে হবে। বঙ্গবন্ধু যে আদর্শ রেখে গেছেন সে আদর্শ ধারণ করে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশকে অনেক এগিয়ে নিয়ে গেছেন। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন করেই আমরা তার রক্তের ঋণ শোধ করব। তিনি বলেন, বঙ্গবন্ধু, বাংলদেশ ও বাঙালী জাতি; এ তিনটি নাম অভিন্ন। বঙ্গবন্ধুর নেতৃত্ব শুধু বাংলাদেশের গ-িতে সীমাবদ্ধ ছিল না। তিনি ছিলেন বিশ্ব নেতৃত্বের কাতারে। তিনি অত্যন্ত উঁচুমানের নেতা ছিলেন। বঙ্গবন্ধু বলেছিলেন, বিশ্ব আজ দু’ভাগে বিভক্ত। শোষক ও শোষিত। তিনি ছিলেন শোষিত মানুষের পক্ষে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে মন্ত্রী বৃহস্পতিবার বিকেলে গাজীপুরে বাড়িয়ালী নলজানী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গাজীপুর সিটি কর্পোরেশনের ১৮নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আব্দুস সামাদ সরকার। সভায় উপস্থিত ছিলেন গাজীপুর মহানগর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট আজমত উল্লাহ খান, আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম চৌধুরী, এসএম মোকসেদ আলম, আব্দুল হালিম সরকার, আবুল কাশেম, আফজাল হোসেন সরকার রিপন, হীরা সরকার, মফিজ উদ্দিন। এর আগে দুপুরে মন্ত্রী স্থানীয় ভাওয়াল বদরে আলম সরকারী কলেজ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর ৪৪তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে আয়োজিত অপর এক কর্মসূচীতে যোগ দেন।
×