ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

আশ্রমে শিকলে বাঁধা যুবতীর আশ্রয় হলো রাজশাহী সেফ হোমে

প্রকাশিত: ০৮:৫৭, ৩০ আগস্ট ২০১৯

আশ্রমে শিকলে বাঁধা যুবতীর আশ্রয় হলো রাজশাহী সেফ হোমে

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ২৯ আগস্ট ॥ মানসিক হাসপাতালে ভর্তিতে ব্যর্থ হয়ে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রমে রাতের আঁধারে শিকলে বেঁধে মায়ের ফেলে যাওয়া সেই যুবতী লুবনার স্বজনদের খোঁজ মিললেও তারা কোন দায়িত্ব নেয়া দূরের কথা দেখতে পর্যন্ত আসেনি। সৎসঙ্গ আশ্রমের বারান্দায় ২ মাস কাটানোর পর মানসিক অসুস্থ অসহায় লুবনার আপাতত ঠাঁই হয়েছে রাজশাহীর সেফ হোমে। গত ২১ আগস্ট দৈনিক জনকণ্ঠসহ কয়েকটি মিডিয়ায় এ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রকাশ হলে চট্টগ্রামের চন্দনাইশ থেকে লুবনার স্বজনদের খোঁজ পাওয়া যায়। চট্টগ্রামের স্থানীয় সংবাদকর্মীরা লুবনার স্বজনদের খুঁজে তাদের সঙ্গে দেখা করলেও তারা পাবনায় যেতে অস্বীকৃতি জানায়। অন্যদিকে লুবনার দেয়া ঠিকানা ধরে সংবাদকর্মীরা চন্দনাইশ হাজীপাড়ায় মামার বাড়ির সন্ধান পেলেও তারাও লুবনাকে পাবনায় গিয়ে মানসিক হাসপাতালে ভর্তি করার অপারগতা প্রকাশ করে। চট্টগ্রামের সংবাদকর্মীদের মাধ্যমে জনকণ্ঠের এ প্রতিবেদক তার স্বজনদের পাবনায় আসা যাওয়ার খরচসহ লুবনার মানসিক হাসপাতালে ভর্তির সম্পূর্ণ দায়িত্ব নেয়ার প্রস্তাব দিলেও তারা রাজি হয়নি। তাদের পাবনায় আসার জন্য অগ্রিম বিকাশে টাকা পাঠানোর প্রস্তাব দেয়া হলেও তারা অস্বীকৃতি জানায়। সৎসঙ্গ আশ্রমে ২ মাস ধরে পড়ে থাকা মানসিক অসুস্থ এই মেয়েটির অসহায়ত্ব জেলা প্রশাসক কবির মাহমুদের নজরে এলে তিনি জেলা সমাজসেবা অধিদফতরের সঙ্গে যোগাযোগ করেন। এরপর ২১ আগস্ট কোর্টের আদেশ অনুযায়ী লুবনাকে ঠাকুর অনুকূল চন্দ্র সৎসঙ্গ আশ্রম থেকে রাজশাহীর সেফ হোমে নিয়ে যাওয়া হয়। মেয়েটি যখন সুস্থ হবে তখন তার পরিবার আইনী প্রক্রিয়ার মাধ্যমে আনার চেষ্টা করা হবে।
×