ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

গফরগাঁওয়ে রাস্তা বন্ধ করে প্রাচীর ॥ ৩০ পরিবার অবরুদ্ধ

প্রকাশিত: ০৯:৩৬, ২৯ আগস্ট ২০১৯

গফরগাঁওয়ে রাস্তা বন্ধ করে প্রাচীর ॥ ৩০ পরিবার অবরুদ্ধ

নিজস্ব সংবাদদাতা, গফরগাঁও, ময়মনসিংহ, ২৮ আগস্ট ॥ গফরগাঁও পৌর শহরের ৮ নং ওয়ার্ডের নিশাই সরকার মাদ্রাসা এলাকায় রাস্তা বন্ধ করে পৌরসভার অনুমোদনহীন ও নিয়ম লঙ্ঘন করে সীমানা প্রাচীর নির্মাণ করা হয়েছে। এতে প্রায় ১০/১২টি বাসার প্রায় ৩০টি পরিবারের যাতায়াতের সহজ পথ বন্ধ হয়ে গেছে। সীমানা প্রাচীর নির্মাণে বাধা দিতে গেলে হামলাসহ হয়রানির হুমকি দেয়া হয়েছে বলেও ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ। জানা গেছে, পৌর শহরের ৮ নং ওয়ার্ডের নিশাই সরকার মাদ্রাসা এলাকায় ১ নং গলির মাঝামাঝি স্থানে পৌরসভার নির্দেশ ও আইন অমান্য করে গত দুদিন ধরে ডাঃ খন্দকার মোহাম্মদ সামসুজ্জোহা নামে এক ব্যক্তি সীমানা প্রাচীর নির্মাণ করছে। এতে এই গলির পিছনের অংশের ১০/ ১২টি বাসার প্রায় ৩০টি পরিবারের যাতায়াতের সহজ পথ বন্ধ হয়ে গেছে। এলাকাবাসী রাস্তা বন্ধ করে সীমানা প্রাচীর বাধা দিতে গেলে ডাঃ খন্দকার মোহাম্মদ সামসুজ্জোহা ও তার পক্ষের লোকজন এলাকাবাসীকে হামলাসহ হয়রানির হুমকি দেয়। থানা পুলিশ এসে শাহজাহান খলিফা (৪৪) নামে এলাকার এক ব্যক্তিকে আটক করে থানায় নিয়ে যায়। এলাকার ২০/২৫ মহিলা থানায় উপস্থিত হয়ে মুচলেকা দিয়ে শাহজাহান খলিফাকে মুক্ত করে আনে। এলাকাবাসী পৌর মেয়র ইকবাল হোসেন সুমনের শরণাপন্ন হলে পৌর মেয়র অনুমোদনহীন নির্মাণ কাজ ডাঃ খন্দকার মোহাম্মদ সামসুজ্জোহাকে বন্ধের জন্য চিঠি পাঠায়। ডাঃ খন্দকার মোহাম্মদ সামসুজ্জোহা পৌরসভার নির্দেশ অমান্য করে তার সীমানা প্রাচীর নির্মাণ কাজ অব্যাহত রাখে। এ ব্যাপাারে ডাঃ খন্দকার মোহাম্মদ সামসুজ্জোহা জানান, তার নিজের জায়গায় তিনি সীমানা প্রাচীর নির্মাণ করছেন। তিনি পৌরসভার চিঠি রিসিভ করেননি জানিয়ে বলেন এ জায়গায় এক বছর আগেও রাস্তা ছিল না। স্থানীয় ওয়ার্ড (৮ নং ওয়ার্ড) কাউন্সিলর বাবুল হাছান বলেন, পৌরসভার নিয়ম অনুযায়ী যে কোন স্থাপনা নির্মাণে পৌরসভার অনুমোদন নিতে হয়। ডাঃ খন্দকার মোহাম্মদ সামসুজ্জোহা এ সীমানা প্রাচীর নির্মাণে পৌরসভার কোন অনুমোদন নেননি।
×