ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কুমুদিনী মেডিক্যাল টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম শুরু

প্রকাশিত: ০৯:৩৩, ২৯ আগস্ট ২০১৯

কুমুদিনী মেডিক্যাল টেকনোলজি ইনস্টিটিউটের শিক্ষা কার্যক্রম শুরু

নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ২৮ আগস্ট ॥ মির্জাপুরে কুমুদিনী মেডিক্যাল টেকনোলজি ইনস্টিটিউট (কেএমটিআই) নামে তিন বছর মেয়াদী একটি শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম শুরু হয়েছে। কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষে নবপ্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও কুমুদিনী হাসপাতালের প্রোগ্রাম এ্যাডভাইজার ডাঃ এস এম শহীদুল্লাহ বুধবার সকালে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ তথ্য জানিয়েছেন। কুমুদিনী হাসপাতালের নতুন লাইব্রেরিতে আয়োজিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কুমুদিনী মেডিক্যাল টেকনোলজি ইনস্টিটিউটের সচিব মোঃ আব্দুল হাই ও সিবিএম প্রোগ্রাম অফিসার তামজিদা পারভীন। অধ্যক্ষ ডাঃ এস এম শহীদুল্লাহ স্থানীয় সাংবাদিকদের বলেন, কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্টের সঙ্গে ছোটবড় দশটি প্রতিষ্ঠান সংযুক্ত হয়ে শিক্ষা ও সেবাধর্মী কাজ করছে। কুমুদিনী মেডিক্যাল টেকনোলজি ইনস্টিটিউটের একটি নতুন সংযোজন। চলতি সেশনেই ছাত্রছাত্রী ভর্তির মাধ্যমে এর যাত্রা শুরু হবে। মির্জাপুর কুমুদিনী কমপ্লেক্সের ভেতরেই হবে এই নতুন প্রতিষ্ঠানের ক্যাম্পাস। পাঁচটি বিষয়ের অনুমোদন পেলেও চলতি শিক্ষা বর্ষে ল্যাবরেটরি, ফিজিওথেরাপি ও অপথ্যালমিক এ্যাসিস্টেন্ট বিষয়ে ২০ জন করে মোট ৬০ শিক্ষার্থী ভর্তি করা হবে। খুলনায় হত্যার দায়ে মৃত্যুদ- স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ জেসমিন বেগম নামে এক গৃহবধূর দ্বিতীয় স্বামীকে হত্যার দায়ে সাবেক স্বামী খোকনকে মৃত্যুদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা করেছেন আদালত। বুধবার দুপুরে খুলনা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মোঃ শাহিদুল ইসলাম এ রায় দেন। ওই গৃহবধূর নিহত স্বামীর নাম আবুল বাশার। মামলার বিবরণে জানা যায়, নেশাগ্রস্ত সাবেক স্বামী খোকন ২০১৫ সালে তার স্ত্রী জেসমিনকে তালাক দেয়। এরপর ওই একই বছরে জেসমিন খুলনা মহানগরী নবপল্লী এলাকার আবুল বাশারকে বিয়ে করেন। কিন্তু এরপর খোকন তার তালাকপ্রাপ্ত স্ত্রীকে ফেরত দেয়ার জন্য দাবি করেন। এতে রাজি না হওয়ায় খোকন ২০১৫ সালের ৬ নবেম্বর ভোরে নবপল্লী মসজিদ গলিতে বাশারের ভাড়াটিয়া বাসায় চড়াও হয় এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জেসমিনের দ্বিতীয় স্বামী বাশারকে হত্যা করে।
×