ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

কিশোরীগঞ্জে আলু চাষীদের বিক্ষোভ

প্রকাশিত: ০৯:২৬, ২৮ আগস্ট ২০১৯

কিশোরীগঞ্জে আলু চাষীদের বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ বীজ আলু সংরক্ষণের জন্য অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে মুক্তা হিমাগার কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ করেছে উপজেলার আলু চাষীরা। মঙ্গলবার সকাল ১১ টার সময় কিশোরীগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মুক্তা হিমাগারের সামনে এ বিক্ষোভ ও প্রতিবাদ করে তারা। এ ঘটনায় স্টোরের সামনে উত্তেজনা বিরাজ করলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতিবাদ সমাবেশে কৃষকরা অভিযোগ করেন, কিশোরীগঞ্জ উপজেলার নিতাই ইউনিয়নের মুক্তা হিমাগারে দুই নম্বর ইউনিটে প্রায় ৫ হাজার কৃষক এক লাখ ২৫ হাজার বস্তা আলু সংরক্ষণ করে। হিমাগারে আলু সংরক্ষণের আগে হিমাগার কর্তৃপক্ষ মাইকিং করে প্রতিবস্তা এক বছর সংরক্ষণের জন্য ২২০ টাকা করে ভাড়া নেয়ার কথা বলে। কিন্তু এখন গেলে হিমাগার কর্তৃপক্ষ প্রতিবস্তায় ২৭০ টাকা থেকে ২৮০ টাকা করে ভাড়া আদায় করছে। সোমবার বিকেলে আজিজুল ইসলাম নামে এক কৃষক ৫০ বস্তা আলু রাখতে গেলে অতিরিক্ত ভাড়া দাবি করলে ওই কৃষক প্রতিবাদ করে। এসময় হিমাগারের লোকজন ওই কৃষককে মারধর করে। বিষয়টি অন্য কৃষকরা জানতে পারলে উপজেলার সমস্ত আলু চাষী মিলে মঙ্গলবার সকালে হিমাগারের সামনে প্রতিবাদ সমাবেশ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন কৃষক বাবুল হোসেন, আব্দুল মতিন, সাফিউল ইসলাম, সোনামিয়া ও বাদশা মিয়া। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা হাবিবুর রহমান বলেন, হিমাগারে আলু সংরক্ষণের জন্য সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত মূল্য আদায় করা যাবে না। যদি হিমাগার কর্তৃপক্ষ অতিরিক্ত ভাড়া আদায় করে তাহলে কৃষকরা লিখিত অভিযোগ দিলে তদন্ত করে হিমাগারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে মুক্তা হিমাগারের এমডি শরিফুল ইসলাম বাবু বলেন কৃষকদের কাছে কোনভাবে বেশি মূল্য রাখা হচ্ছে না। সরকারী মূল্য তালিকা অনুযায়ী ৪ টাকা ৬০ পয়সা কেজিদরে আলুর বস্তা রাখা হয়েছে।
×