ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সুদানে বন্যায় মৃত ৬২

প্রকাশিত: ১১:৪০, ২৭ আগস্ট ২০১৯

 সুদানে বন্যায়  মৃত ৬২

প্রবল বৃষ্টিপাত ও বন্যায় আফ্রিকার সুদানে অন্তত ৬২ জনের মৃত্যু হয়েছে। জুলাইয়ের প্রথমদিক থেকে শুরু হওয়া ভারি বৃষ্টিপাতে দেশটির বন্যা পরিস্থিতি নাজুক হয়ে ওঠে। বিবিসি। দেশটির ১৫টি রাজ্যের প্রায় দুই লাখ লোক বন্যায় আক্রান্ত হয়েছে। বন্যায় দক্ষিণাঞ্চলীয় হোয়াইট নীল রাজ্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। বন্যায় ৩৭ হাজার বাড়ি ধ্বংস অথবা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জাতিসংঘ জানিয়েছে। বৃষ্টি অব্যাহত থাকায় বিভিন্ন জায়গায় ফের হঠাৎ বন্যা দেখা দিতে পারে বলে ধারণা করা হয়েছে। অক্টোবরের শেষ পর্যন্ত দেশটিতে বর্ষাকাল থাকবে বলে জানা গেছে।
×