ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে একটি মহল ॥ পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রকাশিত: ০৯:৩০, ২৪ আগস্ট ২০১৯

 বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে  একটি মহল ॥ পররাষ্ট্র  প্রতিমন্ত্রী

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ ‘ধর্ম যার যার রাষ্ট্র সবার’ মন্তব্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি বলেছেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অসম্প্রদায়িক বাংলাদেশ গড়ার যে স্বপ্ন দেখেছিলেন তার কন্যা শেখ হাসিনা বঙ্গবন্ধুর সেই স্বপ্ন বাস্তবায়নের লক্ষ্যই কাজ করে যাচ্ছেন। বতর্মান সরকারের আমলে এদেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বতঃস্ফূর্তভাবে পালন করে যাচ্ছেন। শুক্রবার দুপুরে চারঘাট উপজেলা পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের আয়োজনে হিন্দু ধর্মাবলম্বীদের জন্মাষ্টমী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বর্তমান সরকারের আমলে সকল ধর্ম ও শ্রেণী পেশার মানুষ শান্তিতে ঘুমাতে পারছে। এদেশের কোন রকমের সাম্প্রদায়িক সহিংসতা নেই। তবে একটি মহল দেশের বিশৃঙ্খলা সৃষ্টির ষড়যন্ত্র করছে। সে জন্য সকলকে সজাগ থাকার আহ্বান জানান তিনি। উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি অবিনাস কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান ফকরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ নাজমুল হক, পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সস্পাদক একরামুল হক, হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদ রাজশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক অসিত কুমার ঘোষ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি বজ্রহরি দাস, পূজা উদযাপন পরিষদের সভাপতি স্বপন কুমার কর্মকার, সাধারণ সম্পাদক রাহুল কান্তি ঘোষসহ স্থানীয় নেতৃবৃন্দ।
×