ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ইসলামী ব্যাংক হাসপাতাল কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু

প্রকাশিত: ০৯:১৬, ২৩ আগস্ট ২০১৯

ইসলামী ব্যাংক হাসপাতাল কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ চিকিৎসক ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহারসহ নানা অভিযোগ রয়েছে রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের সিনিয়র প্রশাসনিক ইনচার্জ সাইফুল আলমের বিরুদ্ধে। তাই তিন সদস্যের একটি কমিটি গঠন করে তার বিরুদ্ধে তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। রাজশাহীর ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের শিশু বিভাগের প্রধান অধ্যাপক ডাঃ সানাউল হককে তদন্ত কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য দুই সদস্য হলেন- চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ সুলতানুল হক আফতাবি এবং অর্থোপেডিক বিভাগের রেজিস্ট্রার ডাঃ সাফায়েত জিলানী। তদন্ত কমিটির সদস্য ডাঃ সুলতানুল হক আফতাবি বলেন, কয়েকদিন আগে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্ত কমিটি গঠন করে দিয়েছে। ইতোমধ্যে আমরা কাজ শুরু করেছি। হাসপাতালের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে কথা বলছি। সাইফুল আলমের বিরুদ্ধে যেসব অভিযোগ উঠেছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত কাজ শেষ হলেই হাসপাতাল পরিচালকের কাছে প্রতিবেদন জমা দেয়া হবে। ঝিনাইদহ জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি সাইফুল আলমের বিরুদ্ধে এখন হাসপাতালের ভেতরেই স্থানীয় জামায়াতের নেতাদের সঙ্গে বৈঠক করার অভিযোগ রয়েছে। এছাড়া অর্থ কেলেঙ্কারি এবং অনৈতিক কর্মকা-ে জড়িয়ে পড়াসহ নানা অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
×