ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

টুকরো খবর

প্রকাশিত: ১০:৩৫, ২২ আগস্ট ২০১৯

টুকরো খবর

খুলনায় ভ্যানচালকের মাথা উদ্ধার স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ ভ্যানচালক রাশিদুল ইসলামের লাশ উদ্ধারের একদিন পর তার শরীর থেকে বিচ্ছিন্ন মাথাটি উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে বটিয়াঘাটা উপজেলার আমিরপুর ইউনিয়নের নিজ গ্রামের একটি গর্ত থেকে পুলিশ তার মাথাটি উদ্ধার করে। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেল ৩টার দিকে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে বটিয়াঘাটার আমিরপুর ইউনিয়নের নিজ গ্রামের একটি পুকুর পাড়ের বাগানের ভেতরের পানি ভর্তি একটি গর্ত থেকে গলাকাটা ও মাথাবিহীন অবস্থায় ভ্যানচালক রাশিদুলের (১৭) লাশ উদ্ধার করা হয়। তবে আশপাশ এলাকা খুঁজেও এদিন তার বিচ্ছিন্ন মাথাটি পাওয়া যায়নি। বুধবার সকাল ৭টার দিকে একই গর্তে নিহত রাশিদুলের মাথা ভেসে ওঠে। খবর পেয়ে পুলিশ মাথাটি উদ্ধার করে। ভেজাল দুধ বিক্রির প্রতিবাদ নিজস্ব সংবাদদাতা, ভোলা,২১ আগস্ট ॥ ভেজাল দুধের কারণে ঐতিহ্যবাহী মহিষের দইয়ের সুনাম হারাতে বসেছে। আর তাই ভেজাল দুধ বিক্রিসহ অতিরিক্ত দাম নেয়ার প্রতিবাদে মহিষের দইয়ের বিক্রেতারা বিক্ষোভ করেছে। বুধবার দুপুরে শহরের নতুন বাজারে পাইকারি দুধ বিক্রির দোকানে এই প্রতিবাদ ও বিক্ষোভ প্রদর্শন করা হয়। এ সময় উত্তেজিত দই বিক্রেতারা প্রতিবাদস্বরূপ ভেজাল মহিষের দই প্রকাশ্যে ভাংচুর করে। ভোলার মহিষের দই বিক্রেতা আবদুল হাই ও জলিল জানান, ভোলার ঐতিহ্যবাহী মহিষের টক দইয়ের ব্যাপক সুনাম ও চাহিদা রয়েছে। কিন্তুু ঈদের সময় থেকে পাইকারি দুধ বিক্রেতারা মহিষের দুধে ভেজাল করে আসছে। তারা মহিষের দুধের সঙ্গে গরুর দুধ মিশিয়ে বিক্রি করে। এতে করে এখন আর ভাল দই হচ্ছে না। তার সঙ্গে স্বাভাবিকের চাইতে ইচ্ছামতো অধিক দাম নিচ্ছে। যার কারণে ক্রেতারা যেমন প্রতারিত হচ্ছে। দই বিক্রেতারাও লোকসানের মধ্যে রয়েছে। বলাৎকার ॥ মাদ্রাসা শিক্ষক কারাগারে নিজস্ব সংবাদদাতা, টাঙ্গাইল, ২১ আগস্ট ॥ টাঙ্গাইল পৌর এলাকার কেন্দ্রীয় গোরস্তান এতিমখানা মাদ্রাসার দশ বছরের এক শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ওই প্রতিষ্ঠানের আবাসিক শিক্ষক হাফিজুল ইসলামকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত হাফিজুল ইসলাম সিরাজগঞ্জের বেলুটিয়া গ্রামের ময়দান আলীর ছেলে। পরে বুধবার দুপুরে তাকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। টাঙ্গাইল সদর মডেল থানা পুলিশ জানায়, বিগত তিন মাস ধরে আবাসিক শিক্ষক হাফিজুল ইসলাম মাদ্রাসার এক শিক্ষার্থীকে বলাৎকার করে আসছিল। ঈদের ছুটিতে ওই শিক্ষার্থী বাড়িতে গিয়ে তার বাবা-মায়ের কাছে সবকিছু খুলে বলে। পরে ওই শিক্ষার্থীর বাবা শফিকুল ইসলাম বাদী হয়ে মঙ্গলবার বিকেলে টাঙ্গাইল সদর মডেল থানায় মামলা দায়ের করেন। অস্ত্রসহ ব্যবসায়ী গ্রেফতার স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ শ্রীপুরের নোয়াগাঁও এলাকা হতে বুধবার ভোরে বিদেশী পিস্তল, ম্যাগাজিন, গুলি ও দেশীয় অস্ত্রসহ এক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১’র সদস্যরা। গ্রেফতারকৃত অস্ত্র ব্যবসায়ী মোফাজ্জল হোসেন খোকন (৩৯) ওই এলাকার আব্দুল জলিল মোল্লার ছেলে। গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্প কোম্পানির কোম্পানি কমান্ডার লে. কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন বুধবার সকালে এক প্রেসব্রিফিংয়ে জানান, অস্ত্র বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে শ্রীপুর থানাধীন নোয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করেন র‌্যাব সদস্যরা।
×