ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

ইউজিসির প্রফেসরশিপ পেলেন ড. আব্দুল মান্নান আকন্দ

প্রকাশিত: ১০:২৬, ২২ আগস্ট ২০১৯

 ইউজিসির প্রফেসরশিপ  পেলেন ড. আব্দুল মান্নান আকন্দ

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস-চ্যান্সেলর ও প্লান্ট প্যাথলোজি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক প্রখ্যাত উদ্ভিদ রোগতত্ত্ববিদ ড. মোঃ আব্দুল মান্নান আকন্দকে আগামী দুই বছরের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘ইউজিসি প্রফেসরশিপ’ প্রদান করা হয়েছে। সম্প্রতি ইউজিসির এক সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে শিক্ষকতা, গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে অনন্য অবদান রাখাসহ বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত অধ্যাপকদের মধ্যে যারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষা, গবেষণা ও প্রকাশনা অব্যাহত রাখতে ইচ্ছুক তাদের মধ্য থেকে ইউজিসির নীতিমালা অনুযায়ী ‘ইউজিসি প্রফেসরশিপ’ প্রদান করা হয়। অধ্যাপক ড. আব্দুল মান্নান আকন্দ ৪০ বছরের অধিক সময়কাল বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে গবেষণা ও অধ্যাপনা কাজে নিয়োজিত ছিলেন। ড. আব্দুল মান্নান এক্সিম ব্যাংক কৃষি বিশ্ববিদ্যালয়, চাঁপাইনবাবগঞ্জের ভাইস-চ্যান্সেলর হিসেবেও পূর্ণ মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তিনি গত ১৯ আগস্ট ২০১৯ পূর্বাহ্নে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে ‘ইউজিসি প্রফেসর’ পদে যোগদান করেছেন। -বিজ্ঞপ্তি
×