ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

চট্টগ্রামে বকেয়া বিলের দায়ে ৯ মামলা ॥ জরিমানা

প্রকাশিত: ১১:৪৪, ২০ আগস্ট ২০১৯

 চট্টগ্রামে বকেয়া  বিলের দায়ে ৯ মামলা ॥ জরিমানা

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ বকেয়া বিল ও অবৈধ বিদ্যুত ব্যবহারের দায়ে চট্টগ্রামের বাকলিয়া এলাকায় ৯টি মামলা হয়েছে এবং জরিমানা করা হয়েছে আড়াই লাখ টাকা। সোমবার বিদ্যুত উন্নয়ন বোর্ড চট্টগ্রাম থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ লাখ ৩৭ হাজার ৫৪৪ টাকা বিদ্যুত বিল বকেয়া থাকায় এবং অবৈধ বিদ্যুত বিল ব্যবহার করায় ৯টি সংযোগ বিচ্ছিন্ন করে ৯টি মামলা দায়ের করা হয়েছে। বাকলিয়ার সৈয়দ শাহ রোড ময়দার মিল মোড় বৌবাজার খাজা হোটেল এলাকা আফগান মসজিদ এলাকা ও চকবাজার এলাকায় বিদ্যুত উন্নয়ন বোর্ডের এই অভিযান চলে। বোর্ডের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট কোহিনুর আক্তার অভিযানে নেতৃত্ব দেন। এ সময় অবৈধ বিদ্যুত ব্যবহার করায় চকবাজারের ডায়মন্ড মার্কেটের মালিক মোঃ আইয়ুবকে আড়াই লাখ টাকা জরিমানা করা হয়।
×