ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জিহাদী জ্যাকের নাগরিকত্ব বাতিল

প্রকাশিত: ০৯:২৮, ২০ আগস্ট ২০১৯

 জিহাদী জ্যাকের  নাগরিকত্ব  বাতিল

কিশোর বয়সে ধর্মান্তরিত হওয়া জ্যাক লেটস মাত্র ১৮ বছর বয়সে যুক্তরাজ্য থেকে পালিয়ে সিরিয়ায় গিয়ে ইসলামিক স্টেটে (আইএস) যোগ দেন। যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টেরেসা মে সরকারের নেয়া এটাই সর্বশেষ সিদ্ধান্ত ছিল বলে রবিবার জানায় দ্য মেইল। ২০১৪ সালে দেশ ছাড়ার সময় জ্যাক অক্সফোর্ডশায়ারে একটি স্কুলে পড়তেন। সেখানে গিয়ে তিনি সিরিয়ার রাক্কায় আইএস যোদ্ধা হিসেবে করা শুরু করেন। ২০১৭ সালে কুর্দী ওয়াইপিজি বাহিনীর রাক্কা অভিযানের সময় জ্যাক তুরস্কে পালিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি ব্যর্থ হন এবং ওই বছর মে মাসে ওয়াইপিজি বাহিনীর হাতে ধরা পড়েন। -বিবিসি
×