ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বানরের জন্য হুইলচেয়ার

প্রকাশিত: ০৮:৪৬, ১৭ আগস্ট ২০১৯

 বানরের জন্য হুইলচেয়ার

যুক্তরাষ্ট্রের আরকানসাসে সম্প্রতি জন্ম নেয়া একটি বানরছানা হাঁটতে পারছিল না। পশু চিকিৎসকদের ধারণা, হয়ত জন্মগত ত্রুটির কারণে এটি হতে পারে। এরপর পশু পুনর্বাসন বিশেষজ্ঞ সুসান কার্টিস বানর ছানাটির জন্য একটি হুইল চেয়ার বানিয়ে দেন। এই চেয়ারের সাহায্যে এটি এখন দিব্যি ঘরের চারপাশে ঘুরতে পারছে। তবে বানর ছানাটি আদৌ সুস্থ হবে কিনা তা জানাতে পারেননি চিকিৎসকরা। সুসান কার্টিস বলেন, হুইল চেয়ারে এটির চলাফেরা দেখে আমার আনন্দ লাগছে।-সিএনএন
×