ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

সন্তান কোলে পার্লামেন্টে যাওয়ায়...

প্রকাশিত: ১০:২২, ১১ আগস্ট ২০১৯

 সন্তান কোলে পার্লামেন্টে  যাওয়ায়...

কেনিয়ার আইন প্রণেতা জুলেখা হাসান তার কয়েকমাস বয়সী সন্তানকে কোলে নিয়ে পার্লামেন্টে যাওয়ায় তিনি পার্লামেন্ট থেকে বহিষ্কৃত হয়েছেন। তিন সন্তানের মা তিনি। ছোট শিশুটিকে কোথায় রাখবেন, কিভাবে রাখবেন বুঝতে না পেরে সঙ্গে করেই নিয়ে যান পার্লামেন্টে। যেদিন তিনি শিশুটিকে নিয়ে পার্লামেন্টে যান সেদিনই তাকে অস্থায়ী স্পীকার পার্লামেন্ট থেকে বের করে দেন। যে সপ্তাহকে ‘বিশ্ব স্তন্যপান সপ্তাহ’ বলে চিহ্নিত করা হয়েছে, সেই সপ্তাহেই ঘটনাটি ঘটে। কেনিয়া পার্লামেন্টের নিম্নকক্ষ ন্যাশনাল এ্যাসেম্বলিতে যোগ দিয়েছিলেন তিনি। বাড়িতে ছোট্ট বাচ্চাটিকে কারও কাছে রেখে আসার কোন সুযোগ ছিলনা। পাশাপাশি তিনি সেজন্য কোন কর্মদিবস নষ্ট করতে চাননি নিজের পেশাগত দায়বদ্ধতা থেকে। সেই মনোভাবকে সম্মান না জানিয়ে ন্যাশনাল এ্যাসেম্বলির অস্থায়ী স্পীকার ক্রিস্টোফার ওমুলেলে বলেন, সন্তানের দেখভাল করা যতটাই জরুরী হোক না কেন তার কাছে, এটা মোটেও উপযুক্ত জায়গা নয়। এই সিদ্ধান্তের প্রতিবাদে আরও বেশ কয়েকজন আইন প্রণেতা তাৎক্ষণিকভাবে পার্লামেন্ট ছেড়ে বেরিয়ে যান। পার্লামেন্টে সন্তানকে নিয়ে যাওয়া নতুন কোন ঘটনা নয়। ল্যারিসা ওয়াটার্স নামে এক অস্ট্রেলীয় এমপি শিশুকে স্তন্যপান করাতে গিয়ে পার্লামেন্টে বিলের প্রস্তাব এনেছিলেন। -ইন্ডিয়া টাইমস
×