ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কাশ্মীর ছেড়ে পালাচ্ছে দরিদ্র অভিবাসী শ্রমিকরা

প্রকাশিত: ১২:১৯, ৯ আগস্ট ২০১৯

কাশ্মীর ছেড়ে পালাচ্ছে দরিদ্র অভিবাসী শ্রমিকরা

লাদাখ নিয়ে ভারতের সিদ্ধান্তের প্রতিবাদে অধিকৃত কাশ্মীর ছেড়ে পালিয়ে যাচ্ছে অভিবাসী দরিদ্র শ্রমজীবী মানুষ। এসব কর্মী পালিয়ে উত্তর ও পূর্বাঞ্চলীয় দূরবর্তী প্রত্যন্ত গ্রামে চলে যাচ্ছে। বুধবার অধিকৃত কাশ্মীরের অভিবাসী কর্মীরা অভিযোগ করেন, কাশ্মীরে তাদের নিয়োগকর্তারা বেতন দিচ্ছে না এবং তাদের চাকরি ছেড়ে চলে যেতে বলছে। বুধবার কাশ্মীরের শীতকালীন রাজধানী জম্মুর একটি রেলস্টেশনে জড়ো হন এরকম বহু কর্মী। তারা সেখানে উত্তর প্রদেশ, বিহার ও ঝাড়খ-গামী ট্রেনের জন্য অপেক্ষা করছিলেন। তারা তাদের প্রয়োজনীয় জিনিসপত্র মাথায় এবং হাতে বহন করে নিয়ে আসেন বলে জানান। খবর ডন অনলাইনের। জগদ্বীশ মথুর নামে এক কর্মী বলেন, মহাসড়ক দিয়ে বহু মানুষ হেঁটে আসেন এবং কেউ কেউ বাসে বা সামরিক বাহিনীর গাড়িতে উঠে শ্রীনগর থেকে ৬০ মাইল দূরবর্তী জম্মুতে আসেন। তিনি বলেন, ‘গত চারদিন ধরে আমরা ঠিকমতো খেতে পারিনি।’ তিনি আরও বলেন, পূর্বাঞ্চলীয় উত্তর প্রদেশে যাওয়ার জন্য রেলের টিকেট কেনার প্রয়োজনীয় অর্থ তার কাছে নেই। আমাকে সরকারের সাহায্য করা উচিত। কাঠমিস্ত্রি সুরজিত সিং নিউ দিল্লী টেলিভিশন চ্যানেলকে বলেন, অধিকৃত কাশ্মীর নিরাপত্তা অচলাবস্থার কারণে তিনি বাড়ি ফিরে যাচ্ছেন। উল্লেখ্য, প্রতিবছর ভারতের বিভিন্ন রাজ্য থেকে হাজার হাজার লোক কাজের জন্য অধিকৃত কাশ্মীরে যান। সেখানে তারা বাড়িঘর নির্মঠু, কাঠমিস্ত্রিও কাজ ও কৃষি কাজ করে থাকেন। যখন নিরাপত্তা পরিস্থিতি খারাপ হয়ে পড়ে, তখন তারা নিজ গ্রামে ফিরে যান।
×