ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

যমুনায় নৌকাডুবি

জামালপুরে ২৮ যাত্রীর মধ্যে ২৫ জনকে জীবিত উদ্ধার

প্রকাশিত: ১২:০১, ৯ আগস্ট ২০১৯

জামালপুরে ২৮ যাত্রীর মধ্যে ২৫ জনকে জীবিত উদ্ধার

নিজস্ব সংবাদদাতা, জামালপুর, ৮ আগস্ট ॥ দেওয়ানগঞ্জ উপজেলার চুকাইবাড়ি ইউপির যমুনা নদীতে বুধবার রাতে ২৮ জন যাত্রী নিয়ে নৌকাডুবির ঘটনায় বৃহস্পতিবার বেলা দুইটা পর্যন্ত ২৫ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। আরও তিন পুরুষ যাত্রী নিখোঁজ রয়েছেন। জামালপুর, দেওয়ানগঞ্জ ও ময়মনসিংহ থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থল ও আশপাশে নিখোঁজ নৌকার যাত্রীদের অনুসন্ধান চালিয়ে যাচ্ছে। জানা গেছে, বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুকাইবাড়ি ইউপির ফুটানি বাজার ঘাট থেকে ২৮ জন যাত্রী নিয়ে একই ইউনিয়নের যমুনার পশ্চিমপাড়ের টিনেরচর গ্রামে যাচ্ছিল নৌকাটি। যাত্রীরা সবাই ওই গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে বেশ কয়েকজন ছিলেন যারা বুধবার বিকেলে চুকাইবাড়ি ইউনিয়ন পরিষদ থেকে ভিজিএফ চাল উত্তোলন করে একই নৌকায় বাড়িতে ফিরছিলেন। নৌকাটি মাঝনদীতে আকস্মিক ডুবে যায়। বুধবার গভীর রাত পর্যন্ত সেখান থেকে ১৯ জনকে জীবিত উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের পাঁচ সদস্যের একটি ডুবুরি দলও সেখানে উদ্ধার অভিযানে অংশ নিয়ে দুপুর দু’টা পর্যন্ত আরও ছয় যাত্রীকে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার যাত্রীরা সবাই স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। ১২ ঘণ্টা পর জীবিত শিশু উদ্ধার স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, দেওয়ানগঞ্জে নৌকাডুবিতে নিখোঁজ হওয়ার প্রায় বারো ঘণ্টা নদীতে ভাসার পর মমতা নামে ৭ বছরের এক শিশু বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় বৃহস্পতিবার যমুনা নদীর তীর থেকে উদ্ধার হয়েছে। ঘটনাটি ব্যাপক চাঞ্চল্য ও বিস্ময় সৃষ্টি করেছে। পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে বগুড়ার সারিয়কান্দি উপজেলার ঘুঘুমারি এলাকায় যমুনার তীরে মমতার দেহ ভাসতে দেখে এলাকার লোকজন তাকে উদ্ধার করে। স্থানীয় লোকজন ভেবেছিল সেটি মৃতদেহ। ঘুঘুমারি এলাকার পারভীন নামে এক গৃহবধূ প্রথমে শিশু মমতাকে ভাসতে দেখে। পরে সে অন্যদের সহযোগিতায় শিশু মমতাকে উদ্ধার করে। দেহে প্রাণের স্পন্দন পেয়ে লোকজন পুলিশকে খবর দেয়। পুলিশ ও স্থানীয় লোকজন শিশুটিকে উদ্ধার করে সারিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। মেয়েটি বর্তমানে সুস্থ আছে। মমতা জামালপুর জেলার দেওয়ানগঞ্জের চুকাইবাড়ি ইউনিয়নের চরহলকা হাবরাবাড়ি গ্রামের ময়েন উদ্দিন ভিখুর দ্বিতীয় সন্তান।
×