ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শুল্ক বৈষম্যে কমছে রিকন্ডিশন্ড গাড়ি আমদানি

প্রকাশিত: ১১:৪২, ৬ আগস্ট ২০১৯

শুল্ক বৈষম্যে কমছে রিকন্ডিশন্ড গাড়ি আমদানি

অর্থনৈতিক রিপোর্টার ॥ বড় ধরনের শুল্ক বৈষম্যের কারণে দেশে রিকন্ডিশন্ড গাড়ির আমদানি দিন দিন কমে যাচ্ছে। চ্যালেঞ্জের মুখে পড়েছে এ বাণিজ্যখাত। দীর্ঘ চল্লিশ বছরে গড়ে ওঠা এ ব্যবসা এখন অলাভজনক বাণিজ্যে পরিণত হয়েছে। প্রতিযোগিতায় টিকতে না পেরে ছিটকে পড়ছেন আমদানিকারক ও উদ্যোক্তারা। পাশাপাশি ভোক্তারা কম দামে ভাল গাড়ি কেনা থেকেও বঞ্চিত হচ্ছেন। ফলে অনিরাপদ যান নছিমন, করিমন ও ভটভটি খ্যাত গাড়িগুলো অবাধে চলছে দেশের সড়ক-মহাসড়কে। সোমবার বারভিডার প্রধান কার্যালয়ে নবনির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বভার গ্রহণ করে আবদুল হক এসব কথা বলেন। এর আগে সদ্য বিদায়ী প্রেসিডেন্ট মোঃ হাবিবুল্লাহ ডন তাকে সংগঠনটির দায়িত্ব বুঝিয়ে দেন। নির্বাচন বোর্ডের সভাপতি মোহাম্মদ আলী এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া সংগঠনটির নবনির্বাচিত সহসভাপতি, সেক্রেটারি ও পরিচালকরাও এ সময় দায়িত্বভার বুঝে নেন। চলমান সঙ্কট উত্তরণে কয়েকটি সুপারিশ তুলে ধরেছেন বারভিডার (রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোটার্স এন্ড ডিলার্স এ্যাসোসিয়েশন) নবনির্বাচিত প্রেসিডেন্ট আবদুল হক।
×