ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

৭২ বছর পর

প্রকাশিত: ০৮:২৪, ৫ আগস্ট ২০১৯

 ৭২ বছর পর

ভারত ভাগের ৭২ বছর পর পাকিস্তান শুক্রবার ভারতের শিখ ধর্মালম্বীসহ শিখদের জন্য পাঞ্চাব প্রদেশে ঐতিহাসিক গুরুদুয়ারা খুলে দিয়েছে। নবেম্বরে গুরু নানকের ৫শ’ ৫০তম জন্মবার্ষিকী পালন উপলক্ষে এ উদ্যোগ নেয়া হয়। ইন্ডিয়া টুডে। এ এলাকার শিখ সম্প্রদায়ের সদস্যদের পাকিস্তান ত্যাগের পর ১৯৪৭ সাল থেকে পাঞ্জাব প্রদেশের ঝিলাম জেলায় এ গুরুদুয়ারা বন্ধ অবস্থায় এক অবহেলায় পড়েছিল। ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ রোহতাস ফোর্ট সংলগ্ন গুরুদুয়ারা চোয়াসাহেব কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও সম্প্রদায়ের সদস্যদের উপস্থিতিতে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পুনরায় খুলে দেয়া হয়। শিখ সম্প্রদায়ের সদস্যদের আর্দাস (প্রার্থনা) ও কীর্তনের (ধর্মীয় গীত) মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পাকিস্তানে সংখ্যালঘুদের ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর দেখভালের দায়িত্বে নিয়োজিত ইডাকুয়ি ট্রাস্ট প্রপার্টি বোর্ডের (ইটিপিবি) চেয়ারম্যান ড. আমের আহমেদ প্রধান অতিথি ছিলেন। পাকিস্তান শিখ গুরুদুয়ারা প্রাবন্ধিক কমিটির (পিএসজিপিসি) প্রেসিডেন্ট সর্দার সাতবন্ত সিংও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গুরুদুয়ারা চোয়াসাহেব উপাসনা ও পরিদর্শনের জন্য খুলে দেয়া হয়। মহারাজা রণজিৎ সিংয়ের উদ্যোগে ১৮৩৪ সালে এ গুরুদুয়ারার কাজ সম্পূর্ণ হয়।
×