ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শাহ মঈনুদ্দীন হাসান টিটিএবির নতুন চেয়ারম্যান

প্রকাশিত: ১২:১৬, ৪ আগস্ট ২০১৯

শাহ মঈনুদ্দীন হাসান টিটিএবির নতুন চেয়ারম্যান

মেসার্স ইস্পাহানী টি-এর মহাব্যবস্থাপক শাহ মঈনুদ্দীন হাসান টি ট্রেডার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। শান্তনু বিশ্বাসের অকাল প্রয়াণে টিটিএবি’র চেয়ারম্যান পদটি শূন্য হলে ৪-১৯তম নির্বাহী কমিটির সভায় সর্বসম্মতভাবে শাহ মঈনুদ্দীন হাসান কে চেয়ারম্যান মনোনীত করা হয়। -বিজ্ঞপ্তি কোরিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে সম্মত জাপান অর্থনৈতিক রিপোর্টার ॥ দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাণিজ্য বাড়াতে সম্মত হয়েছে জাপান। টোকিও’র আমদানি পণ্যের কালো তালিকা থেকে সরানো হয়েছে বেশ কিছু কোরিয়ান পণ্য। জাপানের প্রধানমন্ত্রী শিনজো এ্যাবে জানান, দক্ষিণ কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নতির ধারাবাহিকতায় তাদের সঙ্গে বাণিজ্য বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। প্রতিবেশী দেশটি থেকে পণ্য আমদানির নতুন তালিকা শীঘ্রই প্রকাশ করা হবে জানান এ্যাবে। প্রাথমিক তালিকায় কয়েক ডজন পণ্য ঠাঁই পাবে বলে জানায় টোকিও প্রশাসন। অন্যদিকে জাপান থেকেও পণ্য আমদানি বাড়াতে চায় দক্ষিণ কোরিয়া। জানায়, বাণিজ্য বাড়ানোর লক্ষ্যে দুই দেশের কূটনীতিকদের মধ্যে আলোচনা চলছে।
×