ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

জুলাই মাসে ডিএসই’র রাজস্ব আদায় কমেছে ১৩ শতাংশ

প্রকাশিত: ১২:১২, ৪ আগস্ট ২০১৯

জুলাই মাসে ডিএসই’র রাজস্ব আদায় কমেছে ১৩ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে ২০১৯-২০ অর্থবছরের প্রথম মাসে সরকারের রাজস্ব আদায় কমেছে ১৩ শতাংশ। আলোচিত সময়ে রাজস্ব আদায় হয়েছে ১৯ কোটি ৪৯ লাখ ৪১ হাজার ৮৫৫ টাকা। আগের অর্থবছরের ২০১৮-১৯ প্রথম মাসে যার পরিমাণ ছিল ২২ কোটি ৪৫ লাখ ১ হাজার ৩৭২ টাকা। আলোচ্য সময়ে ব্যবধানে রাজস্ব আদায়ের পরিমাণ কমেছে প্রায় ২ কোটি ৯৫ লাখ ৫৯ হাজার ৫১৭ টাকা বা ১৩ দশমিক ১৬ শতাংশ। তথ্যমতে, চলতি অর্থবছরের আলোচিত সময়ে ডিএসইতে শেয়ার ও ইউনিট লেনদেনের মাধ্যমের রাজস্ব আদায় হয়েছে ৮ কোটি ৯৪ লাখ ৬৫ হাজার ৫১৪ টাকা। এছাড়া উদ্যোক্তা পরিচালক বা প্লেসমেন্ট মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ১০ কোটি ৫৪ লাখ ৭৬ হাজার ৩৪১ টাকা। আর আগের অর্থবছরের একই সময়ে শেয়ার ও ইউনিট লেনদেনের মাধ্যমে রাজস্ব আদায় হয়েছিল ১৮ কোটি ৬৭ লাখ ৬৩ হাজার ৪৪ টাকা এবং উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্টের মাধ্যমে রাজস্ব আদায় হয়েছিল ৩ কোটি ৭৭ লাখ ৩৮ হাজার ৩১৭ টাকা। এক বছরের ব্যবধানে শেয়ার ও ইউনিট লেনদেন এবং উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্টের মাধ্যমে উভয় ক্ষেত্রে রাজস্ব আদায় কমেছে। গত অর্থবছরের শেষ মাসে রাজস্ব আদায়ের পরিমাণ ছিল ১১ কোটি ৫ লাখ ৮৪ হাজার ৫৪৮ টাকা। এর মধ্যে শেয়ার ও ইউনিট লেনদেনের মাধ্যমে রাজস্ব আদায় হয়েছে ৭ কোটি ৬৪ লাখ ৯৪ হাজার ৬৫৮ টাকা এবং উদ্যোক্তা পরিচালক ও প্লেসমেন্ট থেকে রাজস্ব আদায় হয়েছে ৩ কোটি ৪০ লাখ ৮৯ হাজার ৮৯০ টাকা।
×