ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অ ন ্য র ক ম

প্রকাশিত: ০৯:১০, ৪ আগস্ট ২০১৯

অ ন ্য র ক ম

সম্প্রতি পাকিস্তানের এক সাংবাদিকের একটি লাইভ ভিডিও ভাইরাল হয়েছে মিডিয়ায়। ভিডিওতে দেখা যায়, গলাপানিতে দাঁড়িয়ে জি টিভি-নিউজের আজাদার হুসাইন নামের ওই সাংবাদিক বুম হাতে নেমে পড়েন পানিতে। ভিডিওটি জি-টিভিনিউজ ইউটিউব চ্যানেলে শেয়ার করেছে। ভিডিওর ওপর ক্যাপশনের জায়গায় লেখা- বন্যার পানিতে পাকিস্তানি সাংবাদিক। দায়িত্ব পালনের জন্য তিনি জীবনের ঝুঁকি পরোয়া করেননি। ভিডিওটি নিয়ে নানা রকম মন্তব্যই আসছে। কেউ বলছেন, চূড়ান্ত সাহসিকতার কাজ করেছেন তিনি আবার অন্যদল বলছে, একটি খবরের জন্য এতটা ঝুঁকি নেয়া উচিত হয়নি। উল্লেখ্য, এর আগে প্রলয়ঙ্কারী প্রাকৃতিক দুর্যোগে এর আগে বাংলাদেশী সাংবাদিকরাও বিভিন্ন কঠিন পরিস্থিতিতে এমন ভূমিকা পালন করেছেন। -জিও টিভি
×