ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আইএমএফের পরবর্তী প্রধান মনোনীত ক্রিস্টালিনা জর্জিভা

প্রকাশিত: ০৯:০৬, ৪ আগস্ট ২০১৯

আইএমএফের পরবর্তী প্রধান মনোনীত ক্রিস্টালিনা জর্জিভা

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থমন্ত্রীরা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পরবর্তী ব্যবস্থাপনা পরিচালক পদে তাদের প্রার্থীর মনোনয়ন দিয়েছেন। এ মনোনয়নে সংস্থার বিধি পরিবর্তনের প্রয়োজন পড়বে। ফ্রান্সের অর্থমন্ত্রী ব্রুনোলি ম্যাইরে বলেছেন, ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের বুলগেরীয় প্রধান নির্বাহী ক্রিস্টালিনা জর্জিভাকে শুক্রবার বিকেলে এ পদের জন্য গোপন ব্যালটে পছন্দের প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়া হয়। জর্জিভা ইইউয়ের নির্বাহী বডির ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করেছেন। ওয়াল স্ট্রিট জার্নাল। আইএমএফের নির্বাহী বোর্ডের অনুমোদন পেলে জর্জিভা হবেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টিনা লাগার্ডের উত্তরসূরি। লাগার্ড নবেম্বরে ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংকের পরবর্তী প্রেসিডেন্ট হচ্ছেন। লি ম্যাইরে বলেছেন, লাগার্ডের উত্তরসূরি হওয়ার জন্য এবং আইএমএফকে সফলতার সঙ্গে পরিচালনার জন্য অভিজ্ঞতা ও আন্তর্জাতিক বিশ্বাসযোগ্যতার মতো সকল দক্ষতা রয়েছে মিস জর্জিভার। জর্জিভা টুইটারে বলেছেন, পদটির জন্য মনোনয়ন দিয়ে তাকে সম্মানিত করা হয়েছে। তিনি লিখেছেন, চীফ এথিকস অফিসারের সঙ্গে পরামর্শের পর আমি প্রশাসনিক বিদায় চেয়েছি এবং মনোনয়ন সময়ের জন্য বিশ্বব্যাংকের সিইডি হিসেবে আমি আমার দায়িত্ব থেকে সরে দাঁড়াব। এ মনোনয়নে আইএমএফের উপবিধি অনুযায়ী প্রতিবন্ধকের সৃষ্টি হবে। সেখানে বলা হয়েছে নিয়োগের সময় আইএমএফের নির্বাহী পরিচালকের বয়স হবে অনধিক ৬৫ বছর। কিন্তু জর্জিভা এ মাস পর ৬৬ বছরে পা দিচ্ছেন। এর অর্থ দাঁড়াচ্ছে, তিনি দায়িত্ব গ্রহণ করতে পারার আগে আইএমএফের বিধি অবশ্য পরিবর্তন করতে হবে। আইএমএফ বলেছে, বয়সের সীমাবদ্ধতা পরিবর্তন করা যায় ৬ সেপ্টেম্বর মনোনয়ন সময় শেষ হওয়ার পরও। কিন্তু সে ক্ষেত্রে প্রার্থী উপবিধির পরিবর্তন না হওয়া পর্যন্ত দায়িত্ব গ্রহণ করতে পারবেন না। এ পরিবর্তন প্রক্রিয়ায় সব ১শ’ ৮৯ সদস্য রাষ্ট্রের শীর্ষ প্রতিনিধি সমন্বয়ে গঠিত আইএমএফের বোর্ড অব গবর্নরদের ভোটাভুটির প্রয়োজন হবে। গোপন ব্যালটে মিস জর্জিভার মনোনয়ন সম্পন্ন হওয়ায় সকল ইইউ মন্ত্রীরা বয়স বিধি পরিবর্তন উদ্যোগ গ্রহণ করবেন কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত নয়। জর্জিভাকে আইএমএফের ২৪ সদস্যবিশিষ্ট নির্বাহী বোর্ডের সমর্থনও পেতে হবে।
×