ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন ভারতের রাভিশ কুমার

প্রকাশিত: ০৮:২৪, ৩ আগস্ট ২০১৯

 র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন ভারতের রাভিশ কুমার

সাংবাদিকতায় ২০১৯ সালের র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন ভারতের রাভিশ কুমার। বর্তমানে দেশটির জনপ্রিয় এনডিটিভি টেলিভিশনের সিনিয়র নির্বাহী সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ৪৪ বছর বয়সী এই সাংবাদিক। শুক্রবার র‌্যামন ম্যাগসাইসাই কর্তৃপক্ষ এ বছর এশিয়ার সেরা সাংবাদিক হিসেবে রাভিশ কুমারের নাম ঘোষণা করে। টাইমস অব ইন্ডিয়া। কর্তৃপক্ষ জানায়, প্রাইম টাইমে রাভিশ বরাবর সেসব মানুষের কথা, সেসব ঘটনার কথা তুলে ধরেন যা প্রতিমুহূর্তে ভারতের জাতীয় জীবনকে প্রভাবিত করে। ভারতে যাদের হয়ে কেউ মুখ খোলেনি, রাভিশ তাদের হয়ে বারবার গর্জে উঠেছেন। সংস্থার পক্ষ থেকে আরও বলা হয়, যখনই কোন সাংবাদিক সাধারণের মুখের ভাষা হয়ে ওঠেন তখনই তিনি প্রকৃত সাংবাদিক। রাভিশ বারবার তার নিউজ রুমকে জনতার নিউজ রুম বলে পরিচয় দিয়েছেন। নিক্তিতে বিচার করেছেন ভাল-মন্দের। কখনও কারোর দিকে বা কারোর পক্ষ নিয়ে একতরফা বলেননি। নিরপেক্ষ থেকে, নির্ভীকভাবে ঘটনা বা খবরের বিশ্লেষণ করেন এই সাংবাদিক। মানপত্রে রাভিশকে প্রশংসা করে আরও বলা হয়, তিনি শুধুই নির্ভীক নন, অত্যন্ত মার্জিত, স্থিতধী ব্যক্তিত্বের অধিকারী এবং মেধাবী। তিনি কখনও তার অতিথির সঙ্গে অভদ্র আচরণ করেননি বরং তাদের কথা বলার পূর্ণ স্বাধীনতা দিয়েছেন। একই সঙ্গে প্রতিটি খবরের গভীরে গিয়ে অনুসন্ধান চালিয়েছেন। উল্লেখ্য, র‌্যামন ম্যাগসাইসাই পুরস্কারকে সাংবাদিকতার নোবেল হিসেবে গণ্য করা হয়। ১৯৫৭ সাল থেকে এই পুরস্কার দেয়া হচ্ছে।
×