ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

ব্রিটিশ বিনিয়োগ বাড়ানোর আহ্বান অর্থমন্ত্রীর

প্রকাশিত: ১২:২৩, ২ আগস্ট ২০১৯

ব্রিটিশ বিনিয়োগ  বাড়ানোর আহ্বান  অর্থমন্ত্রীর

জনকণ্ঠ ডেস্ক ॥ বাংলাদেশের অর্থনৈতিক উন্নতিতে অংশ নিতে আরও বিনিয়োগ করতে ব্রিটিশ বিনিয়োগকারীদের অনুরোধ জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। বুধবার ব্রিটিশ হাইকমিশনে ব্রিটিশ বিজনেস গ্রুপ (বিবিজি) আয়োজিত এক চা-চক্রে আলাপকালে তিনি একথা বলেন। খবর বিডিনিউজের। বিবিজির চেয়ারম্যান ফ্রাঙ্কোয় ডি মেরিকোর্টের সভাপতিত্বে চা-চক্রে ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন ও পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত উপস্থিত ছিলেন। অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশ কৌশলগতভাবে চীন, ভারত এবং এশিয়ার অন্যান্য ক্রমবর্ধমান অর্থনীতির মধ্যে অবস্থান করছে। দেশকে এগিয়ে নেয়ার জন্য এফডিআইয়ের (ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট) প্রয়োজন। ব্রিটিশ সংস্থাগুলোর উচিত বাংলাদেশে বিনিয়োগ করা এবং তরুণ ও বর্তমান জনসংখ্যার জন্য সুযোগ সৃষ্টি করে ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার করা। বিবিজির চেয়ারম্যান এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী ফ্রাঙ্কোয়েস ডি মেরিকোর্ট বলেন, যুক্তরাজ্যের বড় বড় প্রতিষ্ঠান বাংলাদেশে বিনিয়োগ করছে এবং জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে অবদান রাখছে। তিনি বলেন, এশিয়া প্যাসিফিক অঞ্চলে বাংলাদেশের সবচেয়ে দ্রুত বর্ধনশীল অর্থনীতি। এইচএসবিসি বলেছে, এ বছর বাংলাদেশে ৮ দশমিক ১ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি অর্জিত হবে। রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধু।
×