ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

তিতাসের মৃত্যু

ঘটনা তদন্তে কমিটি পুনর্গঠন

প্রকাশিত: ১১:০১, ২ আগস্ট ২০১৯

ঘটনা তদন্তে কমিটি পুনর্গঠন

নিজস্ব সংবাদদাতা, নড়াইল, ১ আগস্ট ॥ এক ‘ভিআইপির’ জন্য ফেরি তিন ঘণ্টা দাঁড় করিয়ে রাখায় সেখানে এ্যাম্বুলেন্সে থাকা গুরুতর আহত স্কুলছাত্র তিতাসের মৃত্যুর ঘটনা তদন্তে কমিটি পুনর্গঠন করেছে সরকার। একজন যুগ্ম সচিবের নেতৃত্বে আগের দুই সদস্যের কমিটির দুজনকেই বহাল রেখে নতুন করে একজন অতিরিক্ত সচিবকে আহ্বায়কের দায়িত্ব দিয়ে বুধবার নৌপরিবহন মন্ত্রণালয় এক অফিস আদেশ জারি করেছে। নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সঞ্জয় কুমার বণিকের নেতৃত্বে পুনর্গঠিত কমিটিকে সরেজমিনে তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রাথমিক তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। কমিটির অপর দুই সদস্য হলেন- যুগ্ম সচিব শাহনওয়াজ দিলরুবা খান ও উপসচিব এসএম শাহ্ হাবিবুর রহমান হাকিম। নৌ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম বলেন, ‘প্রথম তদন্ত কমিটির দুই কর্মকর্তাই পুনর্গঠিত কমিটিতে রয়েছেন। ২৯ জুলাই থেকে সাত কার্যদিবসের মধ্যে তাদের তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে।’ নড়াইলের কালিয়া পৌর এলাকার ষষ্ঠ শ্রেণীর স্কুলছাত্র তিতাস গত বৃহস্পতিবার সড়ক দুর্ঘটনায় মাথায় আঘাত পায়। গুরুতর অবস্থায় তাকে একটি এ্যাম্বুলেন্সে নিয়ে ঢাকার পথে রওনা হয় তার পরিবার। পদ্মা নদী পেরিয়ে রাজধানী যেতে তারা মাদারীপুরের কাঁঠালবাড়ি ঘাটে ফেরিতে উঠে। কিন্তু ভিআইপি আসার কথা বলে বিআইডব্লিউটিএর দায়িত্বরত কর্মীরা ঘাটেই তিন ঘণ্টা ফেরি দাঁড় করিয়ে রাখে। রাত ১১টার দিকে সরকারের এটুআই প্রকল্পে দায়িত্বরত যুগ্ম সচিব আবদুস সবুর মণ্ডলের গাড়ি এলে ফেরি মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটের উদ্দেশে রওনা হয়। কিন্তু এর মধ্যে মস্তিষ্কে রক্তক্ষরণে এ্যাম্বুলেন্সেই মারা যায় তিতাস।
×