ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১

সীতাকুণ্ডে কারখানা শ্রমিকের মৃত্যু

প্রকাশিত: ০৯:১১, ২ আগস্ট ২০১৯

সীতাকুণ্ডে কারখানা শ্রমিকের মৃত্যু

নিজস্ব সংবাদদাতা, সীতাকুণ্ড, চট্টগ্রাম, ১ আগস্ট ॥ চট্টগ্রামের সীতাকুণ্ডে মোঃ ইউসুফ মিয়া (৪৫)নামে এক কারখানা শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার ভোরেই উপজেলার বারো আউলিয়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রমিক উপজেলার দক্ষিণ সোনাইছড়ি এলাকায় চাকরির সুবাদে ভাড়া বাসায় থাকত। সে হাটহাজারি উপজেলার আবদুল জলিলের পুত্র। জানা যায়, উপজেলার সোনাইছড়ি বারো আউলিয়া এলাকায় সিরাজ উদদৌলার মালিকানাধীন নাজিয়া রিরোলিং মিলে বৃহস্পতিবার ভোরে কাজ করার সময় অসাবধানতাবশত পা পিছলে উপর থেকে পড়ে গিয়ে মাথায় গুরুতর আঘাত পান। মিলে থাকা অন্যরা তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করেন। বাগাতিপাড়ায় পল্লী বিদ্যুতের জোনাল অফিস দাবি নিজস্ব সংবাদদাতা, নাটোর, ১ আগস্ট ॥ নাটোরের বাগাতিপাড়ার তমালতলায় পল্লী বিদ্যুত সমিতির জোনাল অফিস স্থাপনের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে তমালতলা বাজারের গোল চত্বরে অত্র এলাকার শত শত গ্রাহকসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা অংশ নেয়। তমালতলা সাব জোনাল অফিস বাস্তবায়ন কমিটির আহ্বায়ক অধ্যক্ষ মামুন অর রশীদের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আবুল হোসেন, ইউপি সদস্য আবদুল হাকিম, জামিলুর রহমান বাবু, রফিকুল ইসলাম দোলন ও সাবেক ইউপি সদস্য শামীম হোসেন প্রমুখ।
×