ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

রিফাত হত্যা মামলার পরবর্তী তারিখ ১৪ আগস্ট

প্রকাশিত: ১১:৫৭, ১ আগস্ট ২০১৯

রিফাত হত্যা মামলার পরবর্তী তারিখ ১৪ আগস্ট

নিজস্ব সংবাদদাতা, বরগুনা, ৩১ জুলাই ॥ প্রকাশ্যে শাহনেওয়াজ রিফাত (রিফাত শরীফ) হত্যা মামলায় মিন্নিসহ স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়া ১৫ আসামির মধ্যে ১৪ আসামিকে বুধবার (আদালতে) হাজির করা হয়। মামলার আরেক আসামি রাতুল সিকদার জয়ের বয়স কম হওয়ায় আদালত তাকে আগেই সেফহোমে পাঠিয়েছে। বুধবার সকাল সাড়ে দশটার দিকে বরগুনা সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে, আদালতের বিচারক মোহাম্মদ সিরাজুল ইসলাম গাজী আগামী ১৪ আগস্ট পরবর্তী তারিখ নির্ধারণ করে পুনরায় জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন। আদালতে যাদের হাজির করা হয়েছে- এদের মধ্যে এজাহারভুক্ত আসামি মোঃ হাসান, জয় চন্দ্র সরকার (চন্দন), ওয়ালি উল্লাহ (অলি), রেজোয়ান আলী খান (টিকটক হৃদয়), আল কাইয়ুম (রাব্বি আকন), মোঃ রাকিবুল হাসান রিফাত (রিফাত ফরাজী) ও রাশিদুল হাসান রিশান (রিশান ফরাজী)। এছাড়াও জড়িত সন্দেহে গ্রেফতার মোঃ তানভীর হোসেন, নাজমুল হাসান, মোঃ সাগর, রাফিউল ইসলাম রাব্বি, কামরুল হাসান সাইমুন, মোঃ আরিয়ান হোসেন (আরিয়ান শ্রাবণ) ও আয়শা সিদ্দিকা মিন্নি। মিন্নির পক্ষের আইনজীবী মাহবুবুল বারী আসলাম বলেন, আসামিদের সঙ্গে আজ মিন্নিকে আদালতে হাজির করেছিল। আদালতে মিন্নির ১৬৪ ধারায় জবানবন্দী প্রত্যাহারের আবেদন জানানো হয়। বরগুনার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজী জবানবন্দী প্রত্যাহারের আবেদন গ্রহণ করেছে।
×