ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ঈদে ইকবাল খন্দকারের দুই অনুষ্ঠান

প্রকাশিত: ০৯:৩৩, ৩০ জুলাই ২০১৯

ঈদে ইকবাল খন্দকারের দুই অনুষ্ঠান

স্টাফ রিপোর্টার ॥ ঈদ-উল-ফিতরের মতো এবারের ঈদ-উল-আজহাতেও ইকবাল খন্দকারের উপস্থাপনায় দুটি বিশেষ অনুষ্ঠান প্রচার হবে। একটির নাম ‘সেলিব্রেটি আড্ডা’। আর অন্যটি ‘ঈদ গান আলাপন’। প্রথম অনুষ্ঠানটি নির্মিত হয়েছে বেসরকারী টিভি চ্যানেল এশিয়ান টিভির জন্য, আর দ্বিতীয়টি বিটিভির জন্য। প্রথম অনুষ্ঠান তথা ‘সেলিব্রেটি আড্ডা’র অতিথি বাংলা চলচ্চিত্রের দুই উজ্জ্বল নক্ষত্র সোহেল রানা ও ইলিয়াস কাঞ্চন। হাসান জাহাঙ্গীরের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনজুরুল হক মনজু। আড্ডানির্ভর বিনোদনমূলক এই অনুষ্ঠানে উঠে এসেছে দুই অতিথির অভিনয় জীবনের নানা অজানা কথা। সেই সঙ্গে উপস্থাপিত হয়েছে বাংলা চলচ্চিত্রের সমস্যা আর সম্ভাবনার বিভিন্ন দিক। যা অনুস্মরণীয় হয়ে থাকবে বর্তমান এবং আগামী প্রজন্মের অভিনয়শিল্পীদের জন্য। আর আলাপচারিতার ফাঁকে ফাঁকে রয়েছে অতিথিদের প্রিয় গানের সম্প্রচার। দ্বিতীয় অনুষ্ঠান তথা ‘ঈদ গান আলাপন’-এর অতিথি তরুণ প্রজন্মের জনপ্রিয় ক’জন শিল্পী। মাহবুবা ফেরদৌসের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন শাহজালাল সরদার। অনুষ্ঠানে শিল্পীদের সঙ্গে আড্ডা তো চলবেই, চলবে তাদের গানের ভিডিও অর্থাৎ মিউজিক ভিডিও’র সম্প্রচার। অনুষ্ঠান দু’টি সম্পর্কে ইকবাল খন্দকার বলেন, বাংলা চলচ্চিত্রের সোনালি যুগের দুই অভিনেতা সোহেল রানা এবং ইলিয়াস কাঞ্চনকে ঘিরে তাদের ভক্ত-দর্শকের আগ্রহ এখনও আকাশচুম্বী। আমার বিশ্বাস, ‘সেলিব্রেটি আড্ডা’ অনুষ্ঠানটি সবার আগ্রহ পূরণে দারুণভাবে সহায়তা করবে। আর ‘ঈদ গান আলাপন’ অনুষ্ঠানটি পূরণ করবে এই প্রজন্মের শিল্পীদের গাওয়া জনপ্রিয় সব গান উপভোগের চাহিদা। ‘সেলিব্রেটি আড্ডা’ এবং ‘ঈদ গান আলাপন’ অনুষ্ঠান দু’টি প্রচার হবে যথাক্রমে এশিয়ান টিভি ও বিটিভির ঈদ অনুষ্ঠানমালায়।
×