ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

অনন্যার নাচে মুগ্ধ দর্শক

প্রকাশিত: ০৮:২৫, ২৮ জুলাই ২০১৯

অনন্যার নাচে মুগ্ধ দর্শক

স্টাফ রিপোর্টার ॥ সময়ের প্রতিশ্রুতিশীল কত্থক নৃত্যশিল্পী অনন্যা ওয়াফি রহমান। নৃত্যচর্চার একনিষ্ঠতায় ক্রমাগত শানিত করে চলেছেন নিজেকে। সেই সুবাদে কত্থকের নৃত্যশৈলী নিয়ে দারুণ ব্যস্ত এই শিল্পী। শিল্পিত শ্রমের আলোকে আপনাকে মেলে ধরার প্রয়াসে ইতোমধ্যেই ঠাঁই করে নিয়েছেন নৃত্যরসিকের নয়নে। ধারাবাহিকতার স্রোতধারায় শুক্রবার এই নৃত্যশিল্পী আরেকবার মুগ্ধ করলেন দর্শককে। নজরুলের ঠুমরি আঙ্গিকের সুরের তালে উপস্থাপন করলেন পরিবেশনা। ‘উচাটন মন ঘরে রয় না’ শীর্ষক গানের আশ্রয়ে অনবদ্য অভিব্যক্তির সঙ্গে মুদ্রার সম্মিলনে বিমোহিত করলেন মিলনায়তন পরিপূর্ণ দর্শককে। গানের কথামতোই শিল্পীর নাচে উচাটন হলো পরিবেশনা উপভোগকারীদের অন্তর। ছুটির দিনের বিকেলে ধানমন্ডি ক্লাবে অনুষ্ঠিত মিউজিক ক্লাবের মিলনমেলায় পরিবেশনাটি উপস্থাপন করেন অনন্যা ওয়াফি। নৃত্য-গীতে সাজানো আয়োজনটিতে সঙ্গীত পরিবেশন করে শ্রোতার হৃদয় রাঙান প্রখ্যাত দুই কণ্ঠশিল্পী খুরশিদ আলম ও তিমির নন্দী।
×