ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বজ্রপাতে ঠাকুরগাঁও দিনাজপুরে ছয়জনের মৃত্যু

প্রকাশিত: ১১:০৪, ২৪ জুলাই ২০১৯

বজ্রপাতে ঠাকুরগাঁও দিনাজপুরে ছয়জনের মৃত্যু

জনকণ্ঠ ডেস্ক ॥ বজ্রপাতে ঠাকুরগাঁও ও দিনাজপুরে মঙ্গলবার ছয়জনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছেন দশজন। খবর নিজস্ব সংবাদদাতা ও স্টাফ রিপোর্টারের। ঠাকুরগাঁও ॥ পৃথক দুটি বজ্রপাতের ঘটনায় মঙ্গলবার ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ও রানীশংকৈল উপজেলায় শিশুসহ চারজনের মৃত্যু ও দশজন আহত হয়েছে। বালিয়াডাঙ্গী থানার ওসি মোসাব্বেরুল হক জানান মঙ্গলবার, বিকেলে বড়পলাশবাড়ী ইউনিয়নের সরকারবস্তি গ্রামের ভাঙ্গার নামে এক ব্যক্তির আম বাগানে পাহাড়াদারের কাজে নিয়োজিত থাকা অবস্থা বজ্রপাত হলে বালিয়াডাঙ্গী উপজেলার বড়পলাশবাড়ী ইউনিয়নের দালালবস্তী গ্রামের আব্দুল জব্বার (৪৫), রানীশংকৈল উপজেলার কাশিপুর ইউনিয়নের রহিম উদ্দীনের পুত্র রফিকুল ইসলাম (২৭) ও বালিয়াডাঙ্গী সরকারবস্তি গ্রামের ডাংগুয়া মোহাম্মদের ছেলে নুরুল ইসলাম (৪৩) ঘটনাস্থলে মারা যায়। এ সময় অন্য ১০ জন আহত হয়। দিনাজপুর ॥ দিনাজপুরের চিরিরবন্দর ও বিরল উপজেলায় বজ্রপাতে এক মহিলাসহ দুজনের মৃত্যু হয়েছে। এ সময় দুটি গরুও মারা গেছে। মঙ্গলবার বিকেল ৫টায় ও সন্ধ্যা সাড়ে ৬টায় এই দুটি বজ্রপাতের ঘটনা ঘটে।
×