ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

এনজিওর গাড়িতে ২০ হাজার ইয়াবা ॥ আটক দুই

প্রকাশিত: ০৯:১০, ১১ জুলাই ২০১৯

 এনজিওর গাড়িতে ২০ হাজার  ইয়াবা ॥  আটক দুই

স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ শহরের লিঙ্ক রোড এলাকা থেকে এনজিওর স্টিকার লাগানো একটি প্রাইভেট কার থেকে বিশেষ কৌশলে লুকানো ২০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করেছে র‌্যাব-১৫। মঙ্গলবার সন্ধ্যায় র‌্যাব-১৫ সদস্যরা এ অভিযান চালায়। আটকরা হলেন চট্টগ্রামের পাঁচলাইশ থানার চকবাজার এলাকার কামরুল ইসলাম ভূঁইয়ার পুত্র মোহাম্মদ দৌলত আজিম ভূঁইয়া (৩৯), যার স্থায়ী বাড়ি চট্টগ্রামের হাটহাজারী এলাকার কাতালগঞ্জে। অন্যজন হলেন লক্ষ্মীপুর থানাধীন রামানন্দী এলাকার চাঁদখালীর আনোয়ার হোসেনের পুত্র রুবেল রানা (২২)। প্রাইভেট কারটিতে ‘হিউম্যানিটি ফার্স্ট সার্ভিং ম্যানকাইন্ড’ এনজিওর লোগো লাগানো ছিল। তবে র‌্যাবের দাবি, গাড়িটি কোন এনজিওর নয়। ধৃতরা র‌্যাবকে জানিয়েছেন, গাড়ির রং উঠে যাওয়ায় স্টিকারটি লাগানো হয়েছে। র‌্যাব-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক মেজর মোহাম্মদ মেহেদী হাসান বলেন, কক্সবাজার থেকে চট্টগ্রামের দিকে একটি প্রাইভেট কারে ইয়াবা নিয়ে যাচ্ছে, খবর পেয়ে র‌্যাবের রামুর ১৫ ব্যাটালিয়নের একটি দল চেকপোস্ট বসিয়ে তল্লাশি শুরু করে। তল্লাশির এক পর্যায়ে ‘হিউম্যানিটি ফার্স্ট সার্ভিং ম্যানকাইন্ড’ এনজিওর স্টিকার লাগানো একটি প্রাইভেট কারকে থামানোর সঙ্কেত দিলে গাড়ির চালক ও গাড়িতে থাকা আরও একজন দৌড়ে পালানোর চেষ্টা করলে র‌্যাব সদস্যরা তাদের ধরে ফেলেন।
×