ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১

রাখাইনে বর্ডার পোস্টে হামলায় নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত

প্রকাশিত: ১২:৩৫, ৯ জুলাই ২০১৯

রাখাইনে বর্ডার পোস্টে হামলায় নিরাপত্তা বাহিনীর দুই সদস্য নিহত

জনকণ্ঠ ডেস্ক ॥ মিয়ানমারের রাখাইন রাজ্যের মংডুতে একটি বর্ডার পোস্টে হামলার খবর পাওয়া গেছে। দেশটির সংবাদমাধ্যম ইরাবতীর দাবি, এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর অন্তত দুই সদস্য নিহত হয়েছেন। রবিবার অজ্ঞাত একটি সশস্ত্র গোষ্ঠী সেখানে হামলা চালালে এ প্রাণহানির ঘটনা ঘটে। ঠিক কারা এ হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। খবর এএফপির। ব্রিগেডিয়ার জেনারেল জ মিন তুন নামের এক কর্মকর্তা সংবাদমাধ্যমের কাছে দাবি করেছেন, যে এলাকাটিতে হামলা চালানো হয়েছে সেটির নিয়ন্ত্রণ আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা)-এর হাতে। হামলার জন্য তাদেরই দায়ী করেছেন তিনি। তবে এ ব্যাপারে কথা বলতে পরে বার বার যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, দুটি বর্ডার পোস্টের মাঝামাঝি স্থানে অবস্থিত একটি সীমান্ত বেষ্টনীর কাছে এ হামলা চালানো হয়। রাখাইন থেকে পালানোর সময় ৬০ রোহিঙ্গা উদ্ধার ॥ মিয়ানমারের রাখাইন প্রদেশ থেকে পালানোর সময় এক নৌকার কাছ থেকে ৬৩ জনকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক সো অং। এএফপিকে দেয়া সাক্ষাতকারে তিনি বলেন, মোট ৬৩ ‘মুসলিম’কে উদ্ধার করে নিকটস্থ পুলিশ চেকপোস্টে পাঠানো হয়েছে। দীর্ঘদিন রাখাইন রাজ্যে বসবাস করলেও রোহিঙ্গাদের নাগরিকত্ব অস্বীকার করে মিয়ানমার। সো অং বলেন, আমরা নৌকাতে চার পুরুষকে দেখতে পাই। বাকিরাও কাছাকাছি ছিল। মোট ৬৩ জনকে আটক করা হয়। তবে তারা বাংলাদেশী নাকি রোহিঙ্গা সে বিষয়ে স্পষ্ট করতে পারেননি তিনি।
×