ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামে হত্যা মামলায় পাঁচ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৯:২৩, ৮ জুলাই ২০১৯

  কুড়িগ্রামে হত্যা  মামলায় পাঁচ  জনের যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ নাগেশ্বরী উপজেলার পূর্ব পায়রাডাঙ্গা গ্রামের হাসেম বাজার এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে নজরুল ইসলাম নামের এক ব্যবসায়ীকে হত্যার দায়ে পাঁচজনের যাবজ্জীবন কারাদন্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায় ৬ মাসের কারাদন্ডের রায় দিয়েছে জেলা ও দায়রা জজ। রবিবার বিকেলে জেলা ও দায়রা জজ মুন্সী রফিউল আলমের আদালত এ রায় প্রদান করেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলো হাসেম বাজার পূর্ব পায়রাডাঙ্গা গ্রামের মোঃ আব্দুর রহিম, আসাদুজ্জামান রাজা, সাইফুর রহমান কাছু, মোঃ সাইফুর রহমান ও মোঃ মঞ্জুরুল হক। মামলায় রাষ্ট্রপক্ষে আইনজীবী ছিলেন পাবলিক প্রসিকিউটর এ্যাডভোকেট আব্রাহাম লিংকন এবং আসামি পক্ষের আইনজীবী এটিএম এনামুল হক চৌধুরী। মামলার বিবরণে জানা গেছে, হাসেম বাজার পূর্ব পায়রাডাঙ্গা গ্রামের তমিজ উদ্দিন ব্যাপারীর পুত্র নজরুল ইসলাম ২০০৯ সালের ১৯ মার্চ রাত ১০টার দিকে ব্যবসার কাজ সেরে স্থানীয় বাজার থেকে বাড়ি ফেরার সময় পূর্ব শত্রুতার জের ধরে আসামিগণ তাকে আটক করে ধারালো অস্ত্র দিয়ে গুরুতর আহত করে।
×