ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

সরকার সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছে ॥ পাটমন্ত্রী

প্রকাশিত: ১০:১৫, ১ জুলাই ২০১৯

  সরকার সব ধর্মের  মানুষের শান্তিপূর্ণ  সহাবস্থান নিশ্চিত  করেছে ॥ পাটমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ ৩০ জুন ॥ বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীর প্রতীক) বলেছেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের কারণেই দেশে সব ধর্মের মানুষ শান্তিতে বসবাস করতে পারে। সরকার সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করেছে।’ রবিবার দুপুরে রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় কালাচান সরকারের দুর্গা মন্দিরে রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘বর্তমান সরকার সাম্প্রদায়িক সম্প্রীতিতে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। দেশে সব ধর্মের মানুষের মাঝে ভ্রাতৃত্ববোধ তৈরি হয়েছে। সম্প্রীতির এ বন্ধন অটুট রাখতে সবাইকে আন্তরিক থাকতে হবে। এছাড়া কোন অশুভ শক্তি যাতে দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে না পারে সেদিকে সবাইকে সজাগ দৃষ্টি রাখতে হবে। রূপগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি গনেশ চন্দ্র পালের সভাপতিত্বে ও উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কৃষ্ণ গোপাল শর্মার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ শাহজাহান ভুঁইয়া, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জয়ন্ত সেন দিপু প্রমুখ।
×