ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

বগুড়ায় নাতির হাতে নানি খুন

প্রকাশিত: ১১:৩৬, ১৫ জুন ২০১৯

 বগুড়ায় নাতির  হাতে নানি  খুন

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ সোনাতলা উপজেলার চকনন্দন গ্রামে বৃহস্পতিবার রাতে নাতির ছুরিকাঘাতে নানি (ঠাকুমা) খুন হয়েছে। তার নাম জ্যোৎস্না রানী (৬৫)। পুলিশ ও স্থানীয়রা জানায়, নাতি সুখ দেবের (২৫) সঙ্গে নানি জ্যোৎস্না রানী রাতের খাবার খাচ্ছিলেন। এ সময় বাগ্বিতন্ডার এক পর্যায়ে সুখ দেব নানিকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করলে ঘটনাস্থলেই নানি মারা যায়। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। সুখ দেবকে গ্রেফতার করা হয়েছে। জ্যোৎস্না রানী সুখদেবের পালক নানি ছিলেন। বরিশালে ব্যবসায়ী স্টাফ রিপোর্টার বরিশাল থেকে জানান, বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামে শুক্রবার বেলা এগারোটার দিকে প্রতিপক্ষের হামলায় মুজাহার হাওলাদার (৬৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। পুলিশ হামলার সঙ্গে জড়িত অভিযোগে চারজনকে আটক করেছে। বাবুগঞ্জ থানার ওসি জানান, ওই গ্রামের হাবিব হাওলাদারের সঙ্গে দীর্ঘদিন থেকে একই গ্রামের কালাম চাপরাশীর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জের ধরে শুক্রবার সকালে হাবিব হাওলাদারের পুত্র সজিব হাওলাদারকে একা পেয়ে কালাম চাপরাশীসহ তার সহযোগীরা মারধর করে গুরুতর আহত করে। এসময় পূর্ব ভূতেরদিয়া গ্রামের মৃত হাসেম হাওলাদারের পুত্র ব্যবসায়ী মুজাহার হাওলাদার সজিবকে রক্ষায় এগিয়ে এলে হামলাকারীরা তাকে (মুজাহার) পিটিয়ে আহত করে। এতে ঘটনাস্থলেই মুজাহার মারা যায়। পুলিশ হামলাকারী কালাম চাপরাশী তার চাচাত ভাই রিপন চাপরাশী, খোকন চাপরাশী ও রুপম চাপরাশীকে আটক করেছে। নাটোরে শিশু ও নারী নিজস্ব সংবাদদাতা নাটোর থেকে জানান, সিংড়ায় জমি নিয়ে বিরোধের জেরে বড় সৎ ভাই ইসাহাক আলী তার ছোট ভাই শিশু হেদায়েত আলী (১০) কুপিয়ে হত্যা করেছে। শুক্রবার সকালে উপজেলার পুঠিমারী গ্রামে এই ঘটনা ঘটে। নিহত হেদায়েত আলী ওই এলাকার আব্দুল কাদের কান্দুর ছেলে ও পুঠিমারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণীর ছাত্র। ঘটনার পর থেকে ইসাহাক আলী পলাতক রয়েছে। জানা যায়, উপজেলার পুঠিমারী গ্রামের আব্দুল কাদের কান্দু তার প্রথম স্ত্রী মারা যাওয়ার পর দ্বিতীয় স্ত্রী হিসেবে বুলবুলি খাতুনকে বিয়ে করে। বিয়ের পর হেদায়েত আলীর জন্ম হয়। হেদায়েত আলীর জন্মের পর থেকে সৎ বড় ভাই ইসাহাক আলী জমির ভাগ বাটোয়ারা নিয়ে বাবা আব্দুল কাদের কান্দুর সঙ্গে প্রায় বিরোধ চলে আসছিল। শুক্রবার সকালে হেদায়েত আলী তার ঘরে একা ঘুমিয়েছিল। এই সুযোগে ইসাহাক আলী ঘুমন্ত ভাই হেদায়েত আলীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। এসময় হেদায়েত আলীর চিৎকারে পরিবারের লোকজন এগিয়ে এলে ইসাহাক আলী পালিয়ে যায়। পরে আহত অবস্থায় হেদায়েতকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ১১টার দিকে তার মৃত্যু হয়। এদিকে নলডাঙ্গায় আমেনা (৫৮) নামে স্বামী পরিত্যক্ত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার বাসিলা গ্রামের নিজ বাড়ি থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সিলেটে কাজের মেয়ে স্টাফ রিপোর্টার সিলেট অফিস থেকে জানান, নগরীর সাগর দিঘীর পাড় থেকে এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে দুটি বহুতল ভবনের মধ্যবর্তী স্থান থেকে শাহানা আক্তার (১৭) নামের ওই তরুণীর লাশ উদ্ধার করে পুলিশ ও দমকল বাহিনী। শাহানার বাড়ি বটেশ্বর এলাকায়। একটি ভবনের ১০তলায় ডাঃ হাসিনা মুন্নির ফ্ল্যাটে গৃহকর্মীর কাজ করত শাহানা। শুক্রবার বিকেলে স্থানীয় বাসিন্দারা দুই ভবনের মধ্যবর্তী স্থানে শাহানার লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করে। ডাঃ হাসিনা মুন্নির স্বামী আখতারুজ্জামান বলেন, ৬/৭ মাস ধরে শাহানা আমাদের বাসায় কাজ করে। ছাদ থেকে পড়ে তার মৃত্যু হতে পারে বলে জানান আকতারুজ্জামান। ব্রাহ্মণবাড়িয়ায় শিশু স্টাফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া থেকে জানান, নিখোঁজের পর হৃদয় (২ বছর) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেলে সদর উপজেলার তেলিনগর গ্রামে বাড়ির পাশের একটি ডোবা থেকে পরিবারের লোকজন তার মরদেহটি উদ্ধার করে। সে ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। শিশুটির চাচা গোলাপ মিয়া জানান, সকাল থেকে হৃদয় নিখোঁজ ছিল। পরে তাকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও কোন সন্ধান পাওয়া যাচ্ছিল না। পরে বাড়ির পাশের একটি ডোবায় তাকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। তারপর তাকে মূমুর্ষূ অবস্থায় উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
×