ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কালকিনিতে আওয়ামী লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

প্রকাশিত: ১১:৩৪, ১৫ জুন ২০১৯

 কালকিনিতে আওয়ামী লীগ নেতার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

নিজস্ব সংবাদদাতা, কালকিনি, মাদারীপুর, ১৪ জুন ॥ মাদারীপুরের কালকিনি উপজেলার বালীগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গিয়াসউদ্দিন হাওলাদারের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে বালীগ্রাম ইউপি আওয়ামী লীগের উদ্যোগে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা ব্রিজ নামক স্থানে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। জানা গেছে, উপজেলার বালিগ্রাম এলাকার খাতিয়াল গ্রামে রবিবার বিকেলে দু’পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কমপক্ষে ১২ জন আহত হন। পরে তাদের মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। এ দ্বন্দ্ব নিরশনের জন্য আওয়ামী লীগ নেতা গিয়াসউদ্দিন হাওলাদার তাৎক্ষণিক হাসপাতালের সামনে যান। এ সময় ওই এলাকার প্রভাবশালী মাহাবুব খানের নেতৃত্বে শাখাওয়াত মোল্লা, সাহাবদ্দিনসহ কয়েজন মিলে আওয়ামী লীগ নেতা গিয়াসউদ্দিনের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাকে স্থানীয় লোকজন উদ্ধার করে ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি করেন। এ হামলার ঘটনায় ওই আওয়ামী লীগ নেতার ছেলে সুজন হাওলাদার বাদী হয়ে মাদারীপুর সদর থানায় একটি অভিযোগ দায়ের করেন। এ হামলার ঘটনার প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেফতারের দাবিতে বালীগ্রাম ইউপি আওয়ামী লীগ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন। এতে বক্তব্য রাখেন বালীগ্রাম ইউপি আওয়ামী লীগের সভাপতি মতিন মোল্লা, নবগ্রাম ইউপি চেয়ারম্যান বিভুতি ভুষন বাড়ৈ, বালীগ্রাম ইউপি যুবলীগের সভাপতি মিরাজ তালুকদার, কালকিনি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন মীর সুজন প্রমুখ।
×