ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

নিম্নমানের সামগ্রী দিয়ে মোহনগঞ্জ-আদর্শ নগর ডিসি সড়ক সংস্কার

প্রকাশিত: ০৯:১৫, ১৪ জুন ২০১৯

নিম্নমানের সামগ্রী দিয়ে মোহনগঞ্জ-আদর্শ নগর ডিসি সড়ক সংস্কার

নিজস্ব সংবাদদাতা, মোহনগঞ্জ, নেত্রকোনা, ১৩ জুন ॥ মোহনগঞ্জ আদর্শ নগর ডিসি রাস্তায় মাঘান ব্রিজ থেকে বাখরপুর ব্রিজ পর্যন্ত আড়াই কি.মি. রাস্তা সংস্কার কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। ৬৪ লাখ ৪৩ হাজার টাকা ব্যয়ে রাস্তাটি সংস্কারে ২০১৭-১৮ অর্থবছরে টেন্ডারের মাধ্যমে কার্যাদেশ পায় মেসার্স জননী এন্টারপ্রাইজ, বারহাট্টা, নেত্রকোনা। ২০১৮ সালের ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার কথা থাকলেও সময় চলে যায় এক বছর। তাই গড়িমসি করে নির্ধারিত সময় পার করে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতরকে না জানিয়ে চলতি মাসের শুরুতে কাজ শুরু করে সাব ঠিকাদার অরুন। মানশ্রী গ্রামের ফারুক ও আবুল হোসেন জানান, কাজের ৫০ শতাংশ শেষ হলেও বিটুমিন ও নুড়িপাথর রাস্তা থেকে সড়ে গিয়ে বিভিন্ন জায়গায় একাধিক গর্তের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর কাজ বন্ধ রাখতে বললে তারা নিম্নমানের সামগ্রী দিয়ে দায়সারা গোছের কাজ চালিয়ে যেতে থাকে। বৃহস্পতিবার খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান মোঃ শহীদ ইকবাল, উপজেলা প্রকৌশলী এমএম মামুন সাইট এলাকা পরিদর্শনে গেলে এলাকাবাসী ঠিকাদারি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। উপজেলা প্রকৌশলী এমএম মামুন জানান, কাজে বহুবিধ ত্রুটিসহ নিম্নমানের সামগ্রী রয়েছে। কাজটি বন্ধ রাখার জন্য আমি ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলেছি। সাবঠিকাদার অরুন জানান, সাবেক উপজেলা প্রকৌশলী মাহবুব ও জেলা এক্সচেঞ্জ আক্তারুজ্জামানের সুপারিশে আমি কাজটি হাতে নিয়েছি। নিম্নমানের কাজের কথা আমাকে জানানো হয়েছে।
×