ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

প্রথমদিনে সিলকো ফার্মার দর বেড়েছে ১৫৫ শতাংশ

প্রকাশিত: ০৯:১৩, ১৪ জুন ২০১৯

 প্রথমদিনে সিলকো ফার্মার দর বেড়েছে ১৫৫ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিলকো ফার্মাসিউটিক্যালসের প্রথম দিনের লেনদেনে শেয়ার দর বেড়েছে ১৫৫ শতাংশ। সূত্রে জানা যায়, প্রথম দিনের লেনদেন শেষে ১০ টাকা মূল্যের শেয়ারটির দর দাঁড়িয়েছে ২৫ টাকা ৫০ পয়সা। এক্ষেত্রে দর বেড়েছে ১৫ টাকা ৫০ পয়ষা বা ১৫৫ শতাংশ। কোম্পানিটির শেয়ার ২৬ টাকা ৮০ পয়সা দিনে লেনদেন শুরু করে। যা সর্বনিম্ন ২৪ টাকা থেকে সর্বোচ্চ ২৯ টাকায় লেনদেন হয়েছে। আর সর্বশেস ২৫ টাকা ৫০ পয়সায় লেনদেন হয়। প্রথম দিন কোম্পানিটির ১২ হাজার ৩৫১ বারে ৭৩ লাখ ৮৫ হাজার ১৭৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮ কোটি ৯৩ লাখ ৮৯ হাজার টাকা। এন ক্যাটাগরির আওতায় লেনদেন শুরু করা সিলকো ফার্মাসিউটিক্যালসের। উল্লেখ্য, আলোচিত সময়ে (জানুয়ারি-মার্চ ’১৯) কোম্পানিটির কর পরিশোধের পর প্রকৃত মুনাফা হয়েছে ৩ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা। আইপিও শেয়ারসহ কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৩২ পয়সা। আইপিও শেয়ার বাদে ইপিএস হয়েছে ৪৭ পয়সা। অপরদিকে জুলাই ’১৮ - মার্চ ’১৯ পর্যন্ত নয় মাসে কোম্পানিটির কর পরিশোধের পর প্রকৃত মুনাফা হয়েছে ৭ কোটি ৮৬ লাখ ৫০ হাজার টাকা।
×