ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মোঃ ওয়াহিদুজ্জামান (ওয়াহিদ);###;সহকারী শিক্ষক (আইসিটি);###;গৌরিপুর বিলকিস মোশাররফ বালিকা উচ্চ বিদ্যালয়;###;গৌরিপুর, দাউদকান্দি, কুমিল্লা।;###;[email protected]

এসএসসি পরীক্ষার প্রস্তুতি -বিষয় ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - তৃতীয় অধ্যায় (আমার শিক্ষায় ইন্টারনেট)

প্রকাশিত: ০৯:১৪, ১০ জুন ২০১৯

  এসএসসি পরীক্ষার প্রস্তুতি -বিষয় ॥ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি - তৃতীয় অধ্যায়  (আমার শিক্ষায় ইন্টারনেট)

১। ডিজিটাল কনটেন্টকে প্রধান কয়টি ভাগে ভাগ করা যায়? ক. ৩টি খ. ৫টি গ. ৪টি ঘ. ৬টি ২। নিচের কোনটি ভিডিও শেয়ারিং সাইট? ক. ফেসবুক খ. ইউটিবার গ. ইউটিউব ঘ. টুইটার ৩। ইন্টানেটের কোন ঘটনার ভিডিও সরাসরি প্রচারিত হওয়াকে কি বলে? ক. ব্রডকাস্ট খ. লাইভ গ. ভিডিওস্টিমিং ঘ. ভিডিও ব্রডকাস্ট ৪। ই-বুক কি? ক. ডিজিটাল বুক খ. ইলেকট্রনিক বুক গ. অনলাইন বুক ঘ. ইবুক এ্যাপস ৫। সবচেয়ে জনপ্রিয় রিডার কোনটি? ক. Kindle Voyage + Kindle Oasis খ. Amazon.com + Kindle গ. Kindle Paperwhite + Kobo Aura One ঘ. Kindle Voyage + Amazan.com ৬। পিডিএফ কি? ক. পোর্টেবল ডকুমেন্ট ফরমেট খ. পোর্টেবল ডকুমেন্ট ফাইল গ. পোর্টেবল ফরমেট ডকুমেন্ট ঘ. পোর্টেবল ডকুমেন্ট রিডার ৭। EPUB পূর্ণরূপ কি ? ক. Electronic Publication খ. Electronic Express গ. Electronic Publised ঘ. Electronic Mail ৮। HTML পূর্ণরূপ কি ? ক. HyperText Markup Language খ. HyperText Mark Language গ. HyperText Markup Learining ঘ. HyperText Markup Low ৯। ফিল্যান্সের কাজ করার জন্য প্রয়োজন হয়। ক. দক্ষতার খ. ধৈর্যের গ. আত্মবিশ্বাসের ঘ. সময়ের ১০। তথ্যপ্রযুক্তির প্রধান উপকরণটি বলা চলে- ক. কম্পিউটার। খ. মোবাইল গ. ইন্টারনেট ঘ. মডেম ১১। পেশা হিসেবে আলাদা গুরুত্ব আছে - ক. গ্রাফিক্স ডিজাইন খ. প্রোগ্রামিংয়ের গ. সিইও ঘ. ওয়েব ডিজাইন ১২। সাধারণত ই-বুক কয়টি? ক. ৬টি খ. ৮টি গ. ৫টি ঘ. ৪টি ১৩। ওয়েবসাইটে প্রবেশ করার জন্য অবশ্যই কোনটির প্রয়োজন? ক. ডেস্কটপ পিসি খ. ট্যাবলেট পিসি গ. ইন্টারনেট সংযোগ ঘ. স্মার্টফোন ১৪। বর্তমানে ফ্রিল্যান্সিং সাইটে আমাদের দেশের ভাল প্রোগ্রামরা দেশে বসেই কাজ করে- ক. গুগল+ মাইক্রোসফট +ইনটেল +টুইটার খ. গুগল + মাইক্রোসফট + ইনটেল + ফেসবুকের গ. ইউটিউব + মাইক্রোসফট + ইনটেল + ফেসবুকের ঘ. গুগল + অ্যাপল + ইনটেল + ফেসবুকের ১৫। নিচের কোনটি বুদ্ধিমাত্রার সাথে জড়িত- ক. কম্পিউটার ইঞ্জিনিয়ারিং খ. আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স গ. ডেটা কমিউনিকেশন ঘ. রোবাটিক ইঞ্জিনিয়ারিং উত্তর ১. গ ২. গ ৩. গ ৪. খ ৫. খ ৬. ক ৭. ক ৮. ক ৯. খ ১০. ক ১১. খ ১২. গ ১৩. গ ১৪. খ ১৫.খ
×