ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মিরপুরে তিন রেস্তরাঁকে জরিমানা

প্রকাশিত: ১০:২০, ১ জুন ২০১৯

 মিরপুরে তিন রেস্তরাঁকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ বাসি-পচা খাবার ফ্রিজের কাঁচামাংসের সঙ্গে সংরক্ষণ, বিক্রির জন্য প্রস্তুত করা, খাবারে তেলাপোকার বিচরণসহ নানা অনিয়মের কারণে মিরপুরে তিনটি রেস্তরাঁকে ৩ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের ভ্রাম্যমাণ আদালত। সিটি মহল থাই চাইনিজ রেস্তরাঁকে ২ লাখ টাকা, মেজবানকে ৫০ হাজার টাকা ও নিউ ক্যাফে ধানসিঁড়িকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। শুক্রবার দুপুরে মিরপুর-১ গোলচত্বরের আশপাশের বিভিন্নস্থানে চালানো হয় ভেজাল বিরোধী এই অভিযান। মিরপুর থানা পুলিশের সহায়তায় অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক মোঃ আবদুল জব্বার মন্ডল। তিনি জানান, নিয়মিত ভেজাল বিরোধী অভিযানের অংশ হিসেবে অভিযান চলাকালে রেস্তরাঁগুলোর ব্যবস্থাপনায় নানা অনিয়ম প্রমাণিত হওয়ায় এসব জরিমানা করা হয়। দোকানের মালিকদের এ ব্যাপারে সতর্কও করা হয়েছে। এদিন বাসি ইফতার সামগ্রী ফ্রিজের কাঁচামাংসের সঙ্গে সংরক্ষণ ও খাবারে তেলাপোকা বিচরণ করা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াকরণ করায় সিটি মহল থাই চাইনিজ রেস্তরাঁকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া অনুমোদনবিহীন দই তৈরি এবং অস্বাস্থ্যকর পরিবেশে দই ও বোরহানি সংরক্ষণ করার দায়ে নিউ ক্যাফে ধানসিঁড়িকে ৫০ হাজার টাকা এবং বাসি ইফতার সামগ্রী বিক্রির উদ্দেশে সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবারসামগ্রী উৎপাদন ও প্রক্রিয়াকরণের অপরাধে মেজবানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এদিকে রাজধানীর গুলশান-১ এর পারসোনা বিউটি পার্লার ও ফারজানা শাকিল’স মেকওভার স্যালনকে ৩০ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। মেয়াদোত্তীর্ণ কসমেটিকস ও নকল পণ্য রাখার অপরাধে এই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। এ সময় বিএসটিআই-এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, দুটি প্রতিষ্ঠানই সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। তাদের অধিকাংশ পণ্যের মেয়াদ ছিল না। এসব পণ্য আবার উচ্চমূল্যে বিক্রি করছিল। কোন কোন পণ্যের মেয়াদ শেষ হয়েছে দুই/তিন বছর আগে। এগুলোই তারা ব্যবহার করছিল। এছাড়া বনানী এলাকায় সাজাই বিউটি পার্লারে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা করেছে র‌্যাব।
×