ঢাকা, বাংলাদেশ   বুধবার ০৮ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বগুড়া-৬ আসনের উপনির্বাচনে বিএনপি প্রার্থী চূড়ান্ত

প্রকাশিত: ০৯:৫০, ৩০ মে ২০১৯

   বগুড়া-৬ আসনের  উপনির্বাচনে  বিএনপি প্রার্থী  চূড়ান্ত

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ বগুড়া সদর আসনের (বগুড়া-৬) উপনির্বাচনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হচ্ছেন বগুড়া আসনের সাবেক সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির নবগঠিত কমিটির আহ্বায়ক গোলাম মোহাম্মাদ সিরাজ। তবে বিএনপির অভ্যন্তরীণ কোন্দলে বিদ্রোহীদের দখলে থাকা জেলা বিএনপির কার্যালয় তালাবদ্ধই থাকছে। নবগঠিত কমিটির আহ্বায়ক সেখানকার তালা ভেঙ্গে জোর করে প্রবেশ না করার ঘোষণা দিয়েছে। তাই দলীয় কার্যালয় তালাবদ্ধ থাকা অবস্থায় বিএনপির কার্যক্রম পরিচালতি হবে সাবেক এমপি বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালুর বাসভবন চম্পামহলের জ্যোতি হল থেকে। বিএনপি জোটের শাসানামলে তারেক রহমান বগুড়ায় আসলে চম্পামহলের ওই ভবনে থাকতেন। জেলা বিএনপির আহ্বায়ক কমিটি বুধবার শহরের সূত্রাপুর এলাকার চম্পামহলে এক সংবাদ সম্মেলন করে। সেখানেই চূড়ান্ত প্রার্থীর বিষয়টি তুলে ধরে ইভিএম পদ্ধতিকে একটি বাতিল পদ্ধতি হিসেবে অখ্যায়িত করা হয়। বিএনপি মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম শপথ না নেয়ায় শূন্য ঘোষিত বগুড়া সদর আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ২৪ জুন। বিএনপি এই নির্বাচনে অংশ গ্রহণের ঘোষণা দিয়ে ৪ জনকে মনোনয়নন দেয়। এরা হলেন, জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া শেরপুর-ধুনট (বগুড়া-৫) এলাকার সাবেক সংসদ গোলাম মোহাম্মাদ সিরাজ, বগুড়ার পৌর মেয়র এ্যাডভোকেট মাহবুবুর রহমান, জেলা বিএনপি নেতা রেজাউল করিম বাদশা ও সাবেক সাধারণ সম্পাদ জয়নাল আবেদীন চাঁন। এরমধ্যে জায়নাল আবেদীন চাঁন মনোনয়ন জমা দেননি। আর পৌর মেয়রের মনোনয়ন বাছাইয়ে বাতিল হয়। এখন বিএনপির মনোনয়নপ্রাপ্ত ২ জন রয়েছেন। মঙ্গলবার আয়োজিত সংবাদ সন্মেলনে জেলা বিএনপির আহ্বায়ক গোলাম মোহাম্মাদ সিরাজ জানান, দলের নীতি নির্ধারণী পর্যায়ের নির্দেশে তিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করছেন। ধানের শীষ প্রতীক বরাদ্দ তাকে দেয়ার কথাও জানানো হয়েছে। সংবাদ সন্মেলনে এসময় দলের আরেক মনোনয়নপ্রাপ্ত নেতা রেজাউল করিম বাদশা ও সাবেক সংসদ হেলালুলুজ্জামান তালুকদার লালুসহ আহ্বায়ক কমিটির অন্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বলা হয় ৩ মাসের মধ্যে আহ্বায়ক কমিটির পূর্ণাঙ্গ জেলা কাউন্সিলের কথা থাকলেও নির্বাচনের কারণে তা ৬ মাস হতে পারে। দলীয় কার্যালয়ে তালাবদ্ধকারীদের বিপথগামী হিসেবে উল্লেখ করে বহিস্কৃত ও বিপথগামীদের সংবাদ হাইলাইট না করার আহ্বান জানিয়ে বলা হয়, বিপথগামীদের সঙ্গে সমঝোতার প্রক্রিয়া চলছে। তাদের পথ রুদ্ধ হয়নি। উল্লেখ্য, জেলা বিএনপির আহ্বায়ক কমিটি গঠন নিয়ে দুগ্রুপের কোন্দলে দলীয় কার্যালয় দখল পাল্টা দখলের পর তা এখন বিদ্রোহীদের দখলে রয়েছে। দলীয় কার্যালয়ে বর্তমান ১৪টি তালা ঝুলিয়ে রেখেছে বিদ্রোহী গ্রুপ। একদিকে বুধবারের সংবাদ সম্মেলনে বগুড়া সদর আসনের আগামী নির্বাচনে ভোটারদের ভাল উপস্থিতি থাকবে বলে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির পক্ষ থেকে আশা প্রকাশ করা হয়
×